মেহেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

0
432

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের এএসপিসহ ছয়জন আহত হন। মঙ্গলবার ভোরে সদর উপজেলার নূরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভদু শেখের ছেলে সাদ্দাম হোসেন (২৫), বনমালি কর্মকারের ছেলে রমেশ (২৪), মনিরুদ্দীনের ছেলে সোহাগ (২৭) ও জলিল উদ্দীনের ছেলে কানন (২৫)।

মেহেরপুরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে কিছু সন্ত্রাসীকে ধাওয়া করে পুলিশের একটি দল। এ সময় সদর উপজেলার নূরপুর মোড়ে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। পুলিশও পাল্টা গুলি ছুড়ে। উভয়ের মধ্যে গুলিবিনিময় হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন চার সন্ত্রাসী। গোলাগুলির সময় সহকারী পুলিশ সুপার (এএসপি) আহসান হাবীবসহ ৬ পুলিশ সদস্য আহত হন। তারা মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে মেহেরপুরে জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবু এহসান রাজু জানান, রাত পৌনে ৪ টার দিকে গুলিবিদ্ধ চার জনকে হাসপাতালে নিয়ে আনেন এএসপি আহসান হাবিবসহ একদল পুলিশ। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এএসপি আহসান হাবীব, এস আই তারিক আজিজ, এস আই রফিকুল ইসলাম, পুলিশ সদস্য আব্দুল হান্নান, আব্দুল ওহাব, ও শহিদুল ইসলাম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here