যবিপ্রবির অ্যাম্বুলেন্সে মদ, দুই শিক্ষার্থীসহ আটক ৩

0
477

নিজস্ব প্রতিবেদক : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) একটি অ্যাম্বুলেন্স থেকে চার বোতল বিদেশি মদসহ দুই শিক্ষার্থী ও এর চালককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- যবিপ্রবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র কামরুজ্জামান গনি, একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র স্বাগতম বিশ্বাস ও অ্যাম্বুলেন্সের চালক মির্জারুল কবির। আটক দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শহীদ মশিউর রহমান হলে থাকেন।

চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন জানান, গতকাল দিবাগত রাতে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে যবিপ্রবির অ্যাম্বুলেন্সে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে চার বোতল বিদেশি মদ উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, আটক তিনজনের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here