যবিপ্রবি শিক্ষার্থী বহনকারী বাসে হামলাচালক আহত গ্লাস ক্ষতির ঘটনায় মামলা

0
298

বিশেষ প্রতিনিধি : যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ছাত্রছাত্রী বহনকারী অপরাজিতা দ্বিতল বাসে দুইজন দুস্কৃতিকারী কর্তৃক হামলার ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বিশ^বিদ্যালয়ের পরিবহন প্রশাসক প্রফেসর ড. সিরাজুল বাদি হয়ে সোমবার অজ্ঞাতনামা দু’জন এপাচী মোটর সাইকেল হেলমেট পরিহিতআরোহীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
তিনি এজাহারে উল্লেখ করেন, সোমবার বিশ^বিদ্যালয় থেকে দুপুরে ছাত্র ও ছাত্রীদের নিয়ে অপরাজিতা দ্বিতল বাস (ঢাকা মেট্টো ব-১১-৫৭৩০) যশোর শহরের মণিহারের উদ্দেশ্যে ছেড়েৃ আসে। বাসটি দুপুর ২ টা বেজে ১০ মিনিটে যশোর চৌগাছা সড়কের সদর উপজেলার চুড়ামনকাটি রেলক্রসিংয়ের নিকট শহিদুলেল ইটভাটার সামনে পৌছালে হঠাৎ নীল রংয়ের নাম্বার বিহীন এ্যাপাচী মোটর সাইকেল হেলমেট পরিহিত আরোহী দুই যুবক তাদের কাছে থাকা দেড় লিটার পাম্প পানি ভরা বোতল বাসের সামনে চালকের দিকে ছুড়ে মারে। এতে গ্লাস ভেঙ্গে গিয়ে চালক আব্দুল রশিদের দুই হাতে গ্লাসের টুকরো কেটে আহত হয়। সে যশোর শহরের নাজির শংকরপুরের নওশের আলী মৃধার ছেলে। বাসের থাকা ছাত্র-ছাত্রীরা কমবেশী আহত হয়। বাসটি চালক থামিয়ে দিয়ে উক্ত দুস্কৃতিকারী যুবকদের ধরার জন্য ধাওয়া করলে তারা চৌগাছার দিকে চলে যায়। বাসের সামনের গ্লাস ভেঙ্গে ৫০ হাজার ক্ষতি সাধণ হয় বলে বিশ^বিদ্যালয়ের পরিবহণ প্রশাসক জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here