যশোরের আকাশে ১০১টি ফানুস

0
262

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও জাতীয় শিশুদিবস উপলক্ষে যশোরের আকাশে উড়লো ১০১টি ফানুস। সকলকে আলোর পথের যাত্রী হওয়ার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় শহিদ কর্নেল জামিল স্মৃতি সংসদ যশোরের উদ্যোগে এ ফানুস উড়ানো উৎসব হয়। শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

করোনাকাল বিবেচনায় সংক্ষিপ্ত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহিদ কর্নেল জামিল স্মৃতি সংসদ যশোরের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল। সঞ্চলনা করেন শহিদ কর্নেল জামিল স্মৃতি সংসদ যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদ গনি খাঁন রিমন।

উদ্বোধনের পর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানসহ অতিথিরা ফানুসের মোমে আগুন ধরিয়ে ছেড়ে দিলে মুহূর্তেই সেটি উড়ে যায় আকাশপানে। আলোয়ভরা সেই ফানুস যতই উপরে ওঠে, রাতের আকাশে যেন যোগ হয় একটির পর একটি তারা। মনের সমস্ত কালিমামুক্ত করে যেন আলোকবর্তিকা নিয়ে ফানুস চলেছে আলোকযাত্রায়।
উৎসবে অংশ নেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা হায়দার গনী খাঁন পলাশ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি আমিরুল ইসলাম রন্টু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সভাপতি হারুণ অর রশিদ, সাধারণ সম্পাদক সাজেদ রহমান বকুল, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহামুদ হাসান বুলু, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যশোরের সভাপতি অ্যাড. জহুর আহমেদ, বন্ধুসভার সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন মঞ্জু, সংস্কৃতিকর্মী ও সাংবাদিক প্রণব দাস, সাহিত্য পরিষদ যশোরের সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান, সদস্য বিদ্যুৎ দে, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজুজ্জামান, সাধারণ সম্পাদক জ্যোন্সা আরা মিলি, জেলা যুব মহিলালীগের সাংগঠনিক সম্পাদক রিনি খাঁন প্রমুখ।