যশোরের এনায়েতপুর জার্মানির কেন্দ্রীয় মন্ত্রী লার্স নায়েডারের সোলার সেচ প্রকল্প পরিদর্শন

0
320

বিশেষ প্রতিনিধি : যশোর সদরের এনায়েতপুর সোলার সেচ প্রকল্প পরিদর্শনে করেন জার্মানির কেন্দ্রীয় মন্ত্রী (অর্থ) লার্স নায়েডার। ম্যাজান্ড কনসোর্টিয়ামের আমন্ত্রণে প্রকল্পটি পরিদর্শনে আসেন তিনি। সোমবার দুপুরে তার এ পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে ছিলেন জার্মান অ্যাম্বাসির এড্রাস হার্টমাউন, ম্যাজান্ডা কনসোর্টিয়ামের পরিচালক মেজর জেনারেল (অব.) সালাউদ্দিন মিয়াজি, নবায়নযোগ্য জ্বালানি ইউনিকলের প্রধান এনামুল কবির পাভেল, কে এফ ডাব্লু উন্নয়ন ব্যাংকের পরিচালক অর্নিবাণ কুন্ডু, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.সুজন চৌধূরী, ম্যাজান্ডার প্রধান নির্বাহি পরিচালক সৈয়দ মাসুম বিল্লাহ প্রমুখ।
এনায়েতপুর গ্রামের মাঠে ইরি- আমন-বোরো-মৌসুমে কৃষকদের পানি সরবরাহের লক্ষ্যে দীর্ঘ মেয়াদি এই প্রকল্প স্থাপন করে ম্যাজান্ডা। বিশ্ব ব্যাংক এবং কেএফডাব্লু এর আর্থিক সহযোগিতায় প্রতিষ্ঠিত এই সোলার সেচ প্রকল্প থেকে ৫০ জন কৃষক ইরি-আমন-বোরো মৌসুমে বিঘাপ্রতি বার্ষিক ৫হাজার টাকায় পানি পেয়ে থাকে তাদের ৬০ বিঘা জমিতে।