যশোরের কচুয়ায় পাকা ড্রেনেজ ব্যাবস্থা করে দিলেন শাহীন চাকলাদার

0
715

রাসেল মাহমুদ, রূপদিয়া থেকে : যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের চারটি গ্রামের হাজারো মানুষের গলারকাটা সামান্য বর্ষায় জলাবদ্ধতার শিকার হয়ে অত্র অঞ্চালের মুনসেফপুর, মথুরাপুর, মালিয়াডাঙ্গা ও দেয়াপাড়া গ্রামের হাজারো মানুষের ঘর-বাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি ও মৎস্য খামারে দির্ঘ দিন ধরে ব্যাপক ক্ষতি হয়ে আসছিলো। বর্ষার মৌসুমের শুরুতেই হাটু পানি জমে গ্রামবাসীর ব্যাপক সমস্যার সম্মুখিন হয়ে দির্ঘ দিন চলে আসছিলো। অন্যান্য এলাকার চেয়ে এই চারটি গ্রাম নিচু হওয়ায় বিভিন্ন স্থান থেকে পানি এসে এখানকার ক্ষেত-খামারের ডুবে থাকত যার ফলে তেমন ফসলদী হচ্ছিলোনা। এখানে জমে থাকা পানি কোন জায়গা থেকে বের হতে না পারায় পানি নিষ্কাশনে বাধাগ্রস্থ হয়ে প্রায় সারা বছরই জলাবদ্ধতার সৃষ্টি হত। এলাকাবাসী এসমস্যা থেকে পরিত্রাণের দাবী ছিলো দির্ঘ দিনের। ভুক্তভুগী এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে কচুয়া ইউনিয়নের মুনসেফপুর, মথুরাপুর, মালিয়াডাঙ্গা ও দেয়াপাড়া এই চারটি গ্রামের হাজারো মানুষকে জলাবদ্ধতা থেকে স্থায়ী সমাধানের লক্ষে পানি নিস্কাশনের জন্য ৩৫ লাখ টাকা ব্যায়ে প্রায় ১৯শ’ ফুটের পাকা ড্রেনেজ ব্যাবস্থা করে দিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার। গতকাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদারের পক্ষে ১৯শ’ ফুটের এই দির্ঘ স্থায়ী পাকা ড্রেন নির্মান কাজের উদ্বোধন করেন কচুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান লুৎফার রহমান ধাবক। এসময় অন্যান্যেও মধ্যে আরো উপস্থিত ছিলেন এই কাজের নিয়োগপ্রাপ্ত ঠিকাদার তরিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ বাবিু, সদস্য আবু-হানিফ, ইব্রাহিম মাস্টার, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক তবিবর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুর-আলম-সিদ্দিকি পলাশ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদ্দুস মোল্লা, ৭নং ওয়ার্ডেও ইউপি সদস্য বদর-উদ্দিন সহ ৪ গ্রামের উচ্ছাসিত শত-শত মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here