যশোরের কেশবপুরে বন্যাত্তোর পুনর্বাসন প্রকল্পের রাস্তা উদ্ধোধন – জনপ্রশাসন প্রতিমন্ত্রী

0
397

বিশেষ প্রতিনিধি : যশোর কেশবপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পৌর এলাকায় পুনর্বাসনে ইউজি আই আই পি প্রকল্পের আওতায় নির্মিত ৩ টি আর সি সি রাস্তা উদ্ধোধন করা হয়েছে । রোববার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি এই ৩টি রাস্তা উদ্ধোধন করেন। রাস্তা ৩টি হচ্ছে আলতাপোল- গোলাঘাটা সড়ক, অনন্ত সড়ক ও সাহাপাড়া সড়ক। এতে ব্যয় করা হয়েছে ১কোটি ৫০ লাখ ৭৫ হাজার টাকা । উদ্ধেধনী অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। তিনি দেশে উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান। ইসমাত আরা সাদেক বলেন বিএনপি জামায়াত ক্ষমতায় আসলে দেশ আবার ৪০ বছর পিছিয়ে যাবে। সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ, পৌর মেয়র রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. ইমামুল হক, আওয়ামী লীগ নেতা নাসিমা সাদেক, হাসান সাদেক, সহিদুজ্জামান বিশ্বাস, এবাদাত সিদ্দিকী বিপুল ও স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ এবং ছাত্রলীগের নেতুবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here