যশোরের চৌগাছার সন্ত্রাসী শামীম রেজা অস্ত্রগুলি ও মাদকসহ কোতয়ালি পুলিশের হাতে গ্রেফতার

0
338

বিশেষ প্রতিনিধি : যশোর চৌগাছা উপজেলা ছাত্রলীগের নেতা ১৮টি মামলার আসামী চিহ্নিত সন্ত্রাসী শামীম রেজাকে কোতয়ালি মডেল থানা পুলিশ একটি বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ এক রাউন্ড গুলি এবং ৬৫পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। সে চৌগাছা উপজেলার মনমথপুর (মাঝের পাড়া) গ্রামের আওরঙ্গজেব চুন্নুর ছেলে। অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা দু’টি মামলা দায়ের করা হয়েছে।
কোতয়ালি মডেল থানার এসআই জিয়াউর রহমান বাদি হয়ে দায়েরকৃত এজাহারে বলেছেন, বুধবার ১৯ ফেব্রুয়ারী দিবাগত রাতে ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে চুড়ামনকাটি বাজারে অবস্থান কালে গোপন সূত্রে খবর পান যশোর চৌগাছা সড়কের সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ইটভাটার সামনে এক সন্ত্রাসী অস্ত্রগুলি নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে তিনিসহ তার সঙ্গীয় এসআই ও এএসআই এবং কনস্টেবল নিয়ে সেখানে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত শামীম রেজা দ্রুত পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তার দখল হতে একটি বিদেশী পিস্তল,ম্যাগজিনসহ এক রাউন্ড গুলি ও ৬৫পিস ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে অস্ত্র ও মাদক আইনে দু’টি মামলা দায়ের করে। পুলিশ বলেছে চৌগাছা থানায় শামীম রেজার বিরুদ্ধে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডসহ ১৮টি মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে শামীম রেজাকে আদালতে সোপর্দ করা হয়েছে।