যশোরের জয়ান্তা গ্রামে এক অসহায়’র জমি দখল করে লক্ষাধিক টাকার গাছ কর্তন ॥ আদালতে মামলা দায়ের

0
400

রাসেল মাহমুদ, (রূপদিয়া) যশোর: নিজের জমি দখল মুক্ত করতে আদালতে মামলা করে বিপাকে পড়েছেন জয়ান্তা গ্রামের অসহায় আদিল নামে এক ব্যক্তি। আসামীদের অত্যাচার-নির্যাতন ও অব্যাহত হুমকির মূখে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে তিনি।সে ওই গ্রামের মৃত আব্দুস সাদেক মোল্যার একমাত্র ছেলে । এলাকাবাসী সূত্রে জানাযায়,আদিল এলাকায় সহজ-সরল ও অতি সাধারণ একজন জনবলহীন এক অসহায় ব্যাক্তি। আদিলের আর কেউ না থাকায় এই সরলতার সুযোগে তার পৈত্রিক জমিজায়গা গ্রাস করতে উঠে পড়ে লেগেছে ওই গ্রামের  আনোয়ার হোসেন তার ছেলে জাকির হোসেন ও মোজাহার হোসেন। সরেজমিনে যেয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানাগেছে- ভুক্তভুগী অসহায় আদিলের বৈধ মালিকানা শর্তেও প্রায় ৭০ শতক জমি বিভিন্ন ধরনের গাছ-পালায় ঘেরা সাথে পুকুরও রয়েছে সেই জমিতে বাঁশের বেড়া দিয়ে শুধুমাত্র গায়ের জোরে ঘিরে রেখেছে। এর কারন সম্পর্কে অসহায় আদিল উদ্দিন জান্তে গেলে তাকে বেদম মারপিট করে জখম করেন ওই চক্রটি। এরপর আদিলের জমিতেই আদিলকে প্রবেশ করতে বাধা দিচ্ছে তারা। ওই জমির মধ্যে প্রবেশ করলে ঘাড় থেকে মাথা আলাদা করে মোড়ে টাঙানোর প্রকাশ্য ঘোষণা দেন জাকির গং। এছাড়া তাদের কাজে বাঁধা দিতে আসলে খুন-জখমও করার হুমকি প্রদর্শন করেন। এবিষয়ে এলাকাবাসী কয়েক-বার গ্রাম্য শালিশী বৈঠক করলেও কোনো কথার কর্নপাত করেনি জামায়াত থেকে যোগ দেওয়া নব্য আঃলীগ নেতা জাকির ও তার সহযোগীরা। একের পর এক প্রকাশ্য জুলুম চালিয়ে যাচ্ছে ওই চক্রটি তবুও প্রাণ ভয়ে নিরবে দেখতে হচ্ছে আদিলের অসহায় পরিবারকে। গত ৬ জুন দখল করে রাখা আদিলের জমি থেকে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের ৪টি আম, ৪টি মেহগনী ও ৪টি রেন্টি গাছ জোরপূর্বক কেটে বিক্রয় করে দিয়েছে। এঘটনায় অসহায় আদিল বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (ক) আদালত, যশোরে ৪৪৭/৩৭৯/৫০৬ (২) ৩২৩/১০৯ ধারায় মামলা দায়ের করেন। নালিশের অভিযোগে উল্লেখ করা হয়েছে আসামী ১/ জাকির হোসেন ২/ মোজেহার হোসেন ৩/ আনোয়ার হোসেন দুর্দান্ত দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টিকারী লোকবলে বলিয়ান অর্থবৃত্তশালী হওয়ায় কোন কিছুর পরোয়া করেনা। সম্পূর্ণ গায়ের জোরে  জমি জবর দখলে নিয়ে সেই জমি থেকে মূল্যবান গাছপালা কেটে বিক্রয় করে দিচ্ছে। এই অন্যায় বাধা দিতে গেলে বা কিছু বল্লে মারপিট ও জখম করতেও ছাড়েনা। এঘটনার গত-০৬-০৬-১৭ ইং তারিখ সকাল- ৯ টার সময় ২৪১ নং জয়ান্তা মৌজার এসএ ২১৬২ নং দাগ জমির মধ্যে জাকির, আনোয়ার সহ ৪/৫ জন অপরিচিত লোক হাতে দা, কুড়াল ও করাত নিয়ে অনধিকার প্রবেশ করে প্রায় অর্ধলক্ষ টাকা মূল্যের গাছ মেরে নিয়ে যায়। এতে বাধা দিলে আদিল কে মারপিট করে মারাত্বক আহত করে। এঘটনায় আদিল বাদি হয়ে বিজ্ঞ আদালতে তিন জনের নাম উল্লেখ সহ ৪/৫ জনকে অজ্ঞাত করে মামলা দায়ে করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here