যশোরের ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতে ২ লক্ষ টাকা জরিমানা আদায়

0
575

এম আর মাসুদ : যশোরের ঝিকরগাছায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা ও পরিবহনের দায়ে রুপালী ইট ভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাটিকাটা ও পরিবহনের দায়ে রুপালি ইট ভাটার ৮ জনকে আটক ও ৭টি ট্রাক্টর এবং একটি স্কেবেটর মেশিন জব্দ করে। রাতে পৃথক পৃথক ধারায় দন্ডিত করে তাদের কাছ থেকে দুই লক্ষ টাকা জরিমানা আদায় করেন।  উপজেলার বল্লা-উলাসি সড়কের গত মঙ্গলবার বিকেলে বাউসা ও নন্দী ডুমুরিয়া গ্রামের ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমান আদালত এক অভিযান চালায়। এসময় শার্শা উপজেলার হাড়িখালি বটতলা এলাকার রুপালী ইটভাটার হাসেম আলী, ইমান আলী, জনি, আলমকে বাউসা থেকে এবং নন্দী ডুমুরিয়া থেকে আলিমুল, মাসুম, নুর ইসলাম ও বিদ্যুৎকে আটক করে সাথে ৭টি ট্রাক্টর ও একটি স্কেবেটর মেশিন জব্দ করা হয়। রাতে তাদেরকে বিভিন্ন ধরায় দন্ডিত করে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালীন অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন নির্বাসখোলা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। উল্লেখ্য, দীর্ঘদিন রুপালী ভাটা ফসলি জমির মাটি কেটে বল্লা-উলাসি সড়ক দিয়ে অবৈধ ও বেপরোয়া চলাচলে এলজিইডির এই রাস্তাটি নষ্টের উপক্রম হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here