যশোরের পল্লীতে বাক প্রতিবন্দ্বি যুবতী হত্যা কান্ডের ঘটনায় মামলা

0
368

বিশেষ প্রতিনিধি : যশোরের পল্লী সালতা গ্রামে বাক প্রতিবন্দ্বী যুবতি রত্না (১৮) কে ধর্ষনের পর হত্যার অভিযোগে কোতয়ালি থানায় মানুষরুপী দু’ নরপশুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীরা হচ্ছে,যশোর সদর উপজেলার সালতা গ্রামের আবুল কাশেম খাঁর ছেলে হাবিবুর রহমান খাঁ ও একই গ্রামের ইশারত আলীর ছেলে মন্টুসহ অজ্ঞাতনামা ৩/৪জন।
সদর উপজেলার সালতা গ্রামের মৃত মহর আলীর ছেলে শহর আলী শেখ যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত কোতয়ালি’র বিজ্ঞ বুলবুল ইসলামের আদালতে পিটিশন দায়ের করে বলেন, উল্লেখিত আসামীরা গত ২৮ মে দুপুরে শহর আলী শেখের দ্বিতীয় মেয়ে বাক প্রতিবন্দ্বি রতœাকে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে যাওয়ার ঘটনা প্রত্যক্ষ স্বাক্ষী হিসেবে ওই এলাকার একজন দেখেন। রতœা স্থানীয় আকবর মাষ্টারের বাড়িতে গৃহকর্মীর কাজ করার সুযোগে হাবিবুর রহমান খাঁ ও মন্টুর সাথে পরিচয় হয। এরা দু’জন রতœাকে মাঝে মধ্যে টাকা ও বিস্কুট খাওয়াতো। ঘটনার দিন দুপুর সাড়ে ১২ টায় রিজাউলের বাড়ির পার্শ্বে মেজের মোল্যার পারিবারিক কবরস্থানের পাশ থেকে নিয়ে যায়। তার পর রতœা আর ফিরে আসেনি। পরবর্তীতে ৩১ মে ওই কবরস্থানের পাশে এলাকার নারী সায়রা রতœার মরদেহ পড়ে থাকতে দেখে শহর আলী শেখকে খবর দেয়। পুলিশ রতœার মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ময়না তদন্ত সম্পন্ন করে। থানা পুলিশ এজাহার হিসেবে নথিভূক্ত করতে অনীহা প্রকাশ করলে আদালতে পিটিশন দায়ের করে। আদালতের বিচারকের নির্দেশে থানা কর্তা মামলা হিসেবে নথিভূক্ত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here