যশোরের পল্লীতে ব্যাংক কর্মচারী রেজাউল হত্যা কান্ডের ঘটনায় পুলিশের মামলা সন্দেহজনক তালিকায় ৮ জন

0
390

নিজস্ব প্রতিবেদক : যশোরের পল্লীতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে নিহত অবসর প্রাপ্ত ব্যাংক কর্মচারী রেজাউল ইসলাম হত্যাকান্ডের ঘটনায় তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই জাকির হোসেন বাদি হয়ে কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। এজাহারে সন্দেহের তালিকায় ৮ জনের নাম উল্লেখ করলেও অজ্ঞাতনামা ১০/১৫ উল্লেখ করেছেন। এ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইউসুফ হোসেন গ্রেফতারকৃত পলি খাতুন ও মনাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করেছে।

তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো: জাকির হোসেন তার দায়েরকৃত এজাহারে বলেছেন,গত ২৮ ফেব্রুয়ারী সন্ধ্যারাত ৭ টা ৫০ মিনিটে ঘুরুলিয়া গ্রামের জাকির হোসেনের বাড়ি পাশে দূর্বৃত্তরা হাশিমপুর মধ্যপাড়ার মৃত আনসার আলীর ছেলে রেজাউল ইসলাম (৬০) কে তার ব্যবহৃত মোটর সাইকেল থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে লাশ ফেলে রেখে চলে যায়। এজাহারে জাকির হোসেন আরো উল্লেখ করেন,হাশিমপুর গ্রামের ফকির আহম্মেদের ছেলে আমিরুল ইসলাম বুলি, রুপাই মোল্যার ছেলে নজু,আলী হোসেনের ছেলে আজাদ,মৃত সামসের মোল্যার ছেলে মনা ও আলী,রামকৃষ্ণ পুর গ্রামের মৃত গফুর মোল্যার ছেলে মাজাহারুল ইসলাম ও হাশিমপুর গ্রামের আজমেদ মোল্যার ছেলে জুয়েল ও বাবলাসহ অজ্ঞাতনামা ৮/৯ জন ইতিপূর্বে প্রান নাশের হুমকী দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here