যশোরের পাঁচ ভূলোট সীমান্তে হুন্ডির ৫ লাখ টাকাসহ দুই পাচারকারী আটক

0
476

বেনাপোল প্রতিনিধি : যশোরের পাঁচ ভূলোট ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে বাংলাদেশী ৫ লাখ সহ পাঁচ ভূলোট গ্রামের নুরুল ইসলামের ছেলে আইয়ুব আলী সর্দর (৩২) ও জামাল হোসেনের ছেলে হারুন অর রশিদ (২৮) নামে দুইজন হুন্ডি পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

সোমবার (১৯ নভেম্বর) সকাল ১০ টার সময় পাঁচ ভূলোট গ্রামের প্রাইমারী স্কুলের পাশ তাদেরকে আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, পাঁচ ভূলোট গ্রামের দুইজন হুন্ডি পাচারকারী বিপুল পরিমান হুন্ডির টাকা সীমান্ত পার করে মোটরসাইকেলযোগে বেনাপোলের দিকে যাচ্ছে। এ সময় মোটরসাইকেল আরোহী হারুন ও আইয়ুব নামে দুইজনকে পাঁচ ভূলোট প্রাইমারী স্কুলের পাশের রাস্তায় তাদেরকে গতিরোধ করে সন্দেহজনকভাবে আটক করে ক্যাম্পে নিয়ে তাদের শরীর তল্লাশি করে বাংলাদেশি ৫ লাখ হুন্ডির টাকা পাওয়া যায়। এ সময় মোটর সাইকেল ২টি সহ মানি লন্ডারিং আইনে তাদেরকে আটক দেখানো হয়।

শার্শা উপজেলার পাঁচ ভূলোট ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার কামাল হোসেন ৫ লাখ হুন্ডির টাকা সহ হারুন ও আইয়ুব আলী নামে দুইজন হুন্ডি পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান আটককৃতদেরকে টাকা সহ শার্শা থানায় সোপর্দ করা হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here