যশোরের পুটখালি সীমান্তে ৩৫ পিস সোনার বারসহ আটক ১

0
692

বেনাপোল প্রতিনিধি : যশোরের পুটখালী সীমান্ত থেকে ৩৫ পিস সোনার বারসহ আব্দুল মমিন নামে একজনকে আটক করেছে বিজিবি। উদ্ধার করা সোনার দাম চার কোটি টাকারও বেশি। আটক মামিন শার্শা উপজেলার উলাসী গ্রামের নুরুল ইসলামের ছেলে।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে পুটখালী সীমান্তের মসজিদ চেকপোস্ট থেকে ৪১ বিজিবির সদস্যরা তাকে আটক করেন।
পুটখালী বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল হোসেন জানান, তারা গোপনে জানতে পারেন যে, পুটখালী সীমান্ত দিয়ে মোটরসাইকেল করে এক চোরাকারবারি ভারতে সোনার একটি চালান পাচার করবে। এ খবর পাওয়ার পর পুটখালী মসজিদ চেকপোস্টে নজরদারি বাড়ান তারা। বেলা ১১টার দিকে মোটরসাইকেলযোগে সন্দিগ্ধ ব্যক্তি সেখানে পৌঁছুলে বিজিবি সদস্যরা তাকে আটক করেন। এরপর তার দেহ তল্লাশি করে ৩৫ পিস সোনার বার উদ্ধার করা হয়।
আটক মমিন জানিয়েছেন, সোনার চালানটি তিনি ঢাকা থেকে নিয়ে আসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here