যশোরের প্রবীব সংবাদ পত্র ব্যক্তিত্ব সৈয়দ নজমুল হোসেনের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী কাল

0
274

বিশেষ প্রতিনিধি : শনিবার আজ ৯ নভেম্বর যশোরের প্রবীন সংবাদপত্র ব্যক্তিত্ব সৈয়দ নজমুল হোসেন এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী। ২০১৩ সালের এদিন বেলা ১ টায় তিনি নিজ বাস ভবনে ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। বার্ধক্যজনিতসহ নানা রোগে সৈয়দ নজমুল হোসেন অসুস্থ্য অবস্থায় বাসায় একাই ছিলেন। এর আগের দিন তার ছোট ভাই সৈয়দ নকী হোসেন মৃত্যুবরণ করায় তাঁর দাফন কাজে অংশ নিতে সৈয়দ নজমুল হোসেনের স্ত্রী ও এক মাত্র ছেলে তার গ্রামের বাড়ি ঝিনাইদহ সদরের কালা লক্ষীপুরে অবস্থান করছিলেন। এ সময় তিনি অসুস্থ্য হয়ে পড়লে প্রতিবেশীদের খবরে ৫ নং উপশহর ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান কাজী আজগর হোসেন ও প্যনেল চেয়ারম্যান এহসানউল্লাহ তার বাড়িতে ছুটে যান এবং চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হসাপতালে নিয়ে আসেন। জরুরী বিভাগেন চিকিৎসক নজমুল হোসেনকে পরীক্ষ নিরীক্ষা করে মৃত বলে ঘোষনা করেন। ছোট ভাইয়ের মৃত্যুর মাত কয়েক ঘন্টার ব্যবধানে নজমুল হোসেনের মৃত্যুতে তার পরিবারের অপুরনিয় ক্ষতি হয়েছিল। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। উল্লেখ্য সৈয়দ নজমুল হোসেন স্বাধীনতা পরবর্তীকালে যশোর থেকে প্রকাশিত প্রথম সাপ্তাহিক মাতৃভূমি,পরে নতুন দেশ এবং সেই সময়কার এ অঞ্চলের প্রথম দৈনিক স্ফুলিঙ্গ,দৈনিক ঠিকানা,দৈনিক কল্যাণ,বর্তমান দৈনিক,দৈনিক ভোরের রানার এর ভারপ্রাপ্ত সম্পাদক ও সর্বশেষ দৈনিক লোক সমাজ পত্রিকায় বিজ্ঞাপন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।