যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের ১৬৬তম সাহিত্য সভা অনুষ্ঠিত

0
519

নিজেস্ব প্রতিবেদক : যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদ’র ১৬৬তম সাহিত্য সভা শুক্রবার (০৫.০৫.১৭) সকাল ১০টায় যশোর ইনস্টিটিউটের নাট্যকলা সংসদে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক মো. সামসুজ্জামান।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি আমিরুল ইসলাম রন্টু, কবি ড. শাহনাজ পারভীন, কবি শাহরিয়ার সোহেল ও কবি আরশি গাইন।

বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় অনুষ্ঠিত কবিতা পাঠ ও আলোচনা সভায় অংশ নেন পদ্মনাভ অধিকারী, কাজী রকিবুল ইসলাম, আমির হোসেন মিলন, নূরজাহান আরা নীতি, আহম্মেদ মাহাবুব ফারুক, আবুল হাসান তুহিন, সাধন কুমার অধিকারী, কমলেশ চক্রবর্তী, ডা. অমল কান্তি সরকার, স্বপন মোহাম্মদ কামাল, আব্দুল আলিম, মমিনূর রহমান, অ্যাড. আহাদ আলী লস্কার লাবন্য, অ্যাড. মাহমুদা খাতুন, বৈদ্যনাথ ম-ল, রহমান মুজিব, গোবিন্দ চন্দ্র বিশ্বাস,মুহাম্মদ হাতেম আলী সরদার, সুমন বিশ্বাস, আকরাম হোসাইন, রেজাউল করিম রোমেল, ফাতিমা পারভীন, রাশিদা আক্তার লিলি, শেখ রোকাইয়া ইসলাম, তাকজিনা খাতুন, নাসির উদ্দিন, শংকর নিভানন,সানজিদা ফেরদৌস, শাম্মী আক্তার সাথী, নজরুল ইসলাম, মোস্তানূর ইসলাম স্বাক্ষর প্রমূখ।

সভায় বিশিষ্ট কবি ও গবেষক ড. শাহনাজ পারভীনের জন্মদিন উপলক্ষে বিদ্রোহী সাহিত্য পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here