যশোরের বেনাপোল সীমান্তে মাদক ও অবৈধ অনুপ্রবেশকারী সহ আটক-৩

0
331

রাশেদুজামান (রাসেল) বেনাপোল থেকেঃ যশোরের ইস্ট খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ রুদ্রপুর, পুটখালী ও অগ্রভূলাট বিওপি’র সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে
ইয়াবা, মদ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় ২ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে।

শনিবার (১৭ আগষ্ট) বিকালে তাদের আটক করা হয়।

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি অধিনায়ক লে,কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, শার্শা থানাধীন অগ্রভূলাট বাজারের পাশে পাকা রাস্তার উপর হতে লিটন হোসেন (৩০), পিতা-মোঃ শহিদুল, গ্রাম-অগ্রভূলাট, পোস্ট-গোগা, থানা-শার্শা, জেলা-যশোরকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয় ও রুদ্রপুর বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন রুদ্রপুর মাঝেরপাড়া গ্রামস্থ আম বাগান হতে ২০ বোতল পা মদ আটক করে।

অপরদিকে, পুটখালী বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামস্থ ভান্ডারীর মোড় হতে অবৈধভাবে বিনা পাসপোর্টে ভারত হতে বাংলাদেশে আসার সময় ০২ জন (পুরুষ) বাংলাদেশি নাগরিককে আটক করে।

আটককৃত আসামী ও মাদকদ্রব্য শার্শা থানায় এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারী বাংলাদেশি নাগরিকদ্বয়কে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here