যশোরের মনিরামপুরে ব্যবসায়ীকে খুন করে ১৫ লাখ টাকা ছিনতাই

0
618

ডি এইচ দিলসান : বোমার স্প্লিন্টার ও রামদার কোপে আহত যশোরের মনিরামপুরের ব্যবসায়ী পরিমল পাল চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে যশোর সদর হাসপাতালে মৃত্যু বরন করেন। নিহত পরিমল মণিরামপুর বাজারের দোলখোলা মোড় এলাকার মহাদেবচন্দ্র পালের ছেলে। তিনি মনিরামপুর বনিক সমিতির যুগ্ম সম্পাদক ছিলেন।
বাজারের ব্যবসায়ীরা জানান, শনিবার তাদের ব্যবসাা প্রতিষ্ঠান পাল ব্রাদার্সের হালখাতা ছিলো। হালখাতা শেষে তারা তিন ভাই নিজেদের মাইক্রোবাসে চেপে রাত ১০ টার দিকে টাকা নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় মণিরামপুরে বাজারের দোলখোলা মোড়ে তাদের বাড়ির সামনে পৌছালে বোমা ফাটিয়ে এবং রামদা দিয়ে কুপিয়ে বিশিষ্ট ব্যবসায়ী রতন পালের ব্যাগে থাকা ১৫ লাখ টাকা লুটে নেয় দুর্বৃত্তরা। ব্যবসায়ীদের ধারনা , ছিনতাইকারীরা বাড়িটির পাশে ওত পেতে ছিলো

নিহত পরিমলের ভাই অঅহত কার্তিক পাল ম্যাগপাই নিউজকে জানান, আমাদের ব্যাগে ১৫ লাখ টাকা ছিলো। আমরা হালখাতা শেষৈ টাকা নিয়ে বাড়ি ফিরছিলাম। এমন সময় আমরা বাড়ির সামনে পৌছালে ছিনতাইকারীরা আমাদের উপর বোমা হামলা করে আমার ভাইকে কুপিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়।

সিসি ক্যামেরার আওতাধীন ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো শনিবার রাত ১০টার দিকে শহরের কুলটিয়া মোড়ের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নিজেদের মাইক্রোবাসে চড়ে ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাসায় ফেরেন মেসার্স পাল ব্রাদার্সের সত্বাধিকারী তিন ভাই রতন পাল, কার্তিক পাল ও পরিমল পাল। মাইক্রোবাসটি দোলখোলা মোড়ে নিজেদের বাসার সামনে পৌঁছুলে গাড়ি থেকে নামেন তিন ভাই। এসময় বিপরীত দিক থেকে দুই যুবক দৌড়ে এসে পরিমলের হাতে থাকা টাকার ব্যাগটি নিয়ে টানাটানি শুরু করে। ঘটনাটি দেখতে পেয়ে সেখানে দায়িত্বরত নৈশপ্রহরী আবুল হোসেন দৌড়ে গিয়ে পরিমলকে ছাড়িয়ে নিতে ধস্তাধস্তি শুরু করেন। এ সময় লুটেরাদের একজন ধারালো অস্ত্র দিকে তাকে কোপ দেয়। নৈশপ্রহরী নিজেকে বাঁচাতে সরে পড়লে কোপটি লাগে পরিমলের বুকে। দুর্বৃত্তরা এর পর পরিমলের পিঠে আরেক কোপ বসিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা বোমার বিস্ফোরণ ঘটায়। বোমার শব্দ ও ধোঁয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে, লুটেরারা পালিয়ে গেলে সঙ্গে থাকা দুই ভাই পরিমলকে উদ্ধার করে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে মারা যান পরিমল পাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here