যশোরের মনিরামপুর উপজেলায় ট্রাক চাপায় সাইকেল চালক নিহত

0
426

বিশেষ প্রতিনিধি: ‍যশোর মনিরামপুর উপজেলায় বালুভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবু বক্কর (৭০) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টায় যশোর-চুকনগর মহাসড়কের মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে এঘটনা ঘটে। আবু বক্কর মনিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা খানপুর এলাকার মৃত নাজির হোসেন খানের ছেলে।
দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা এক ঘণ্টারও বেশি সময় সড়ক অবরোধ করে রাখে। এসময় রাস্তার দু’ধারে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে। পরে বেলা ১১ টা ২০ মিনিটে মণিরামপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নিহতের লাশ পুলিশে হস্তান্তর করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। নিহতের ভাইপো মোস্তাফিজুর রহমান জানান, সকালে তিনিসহ আবুবক্কর বিদ্যুৎ মিটারের টাকা জমা দিতে মণিরামপুরে সংস্থাটির সদর দপ্তর যান। টাকা জমা দিয়ে আবু বক্কর সাইকেল চালিয়ে বাড়ির দিকে রওয়ানা হন। পথিমধ্যে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছুলে কেশবপুরগামী একটি বালুভর্তি ট্রাক (যশোর-ট-১১-১৬০২) তাকে চাপা ঘটনাস্থলেই তিনি মারা যান।এদিকে, স্থানীয় জনগণের ধাওয়া খেয়ে চালক ও হেলপার সুন্দলপুর বাজার সংলগ্ন রাস্তায় ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি আটক করে।মনিরামপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দীন মিয়া বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে যাই। পরে পুলিশ ও লাশবহনকারী গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে লাশ উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করা হয়।মনিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) এনামুল হক বলেন,‘লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here