যশোরের মাঠে ইয়াং টাইগার্স জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

0
185

ক্রীড়া প্রতিযোগিতা : ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা যশোর ভেন্যুর ম্যাচ শুরু হয়েছে। প্রথম দিনের ইনিংসে টসে জিতে ঢাকা বিভাগ দক্ষিণ ব্যাটিংয়ে নেমে খুলনার বোলারদের টপে মুখে ৭৪ ওভার ৫বলে ১৫৯ রানে গুটিয়ে যায়। জবাবে ব্যাটিংয়ে নেমে খুলনা বিভাগও সুবিধা করে উঠতে পারেনি। প্রথম দিন শেষে ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৪ রান করে খুলনা বিভাগ। বুধবার সকাল (বুধবার) দ্বিতীয় দিনের ব্যাটিংয় করবে খুলনা।
যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নামে ঢাকা বিভাগ দক্ষিণ। খুলনা বিভাগের রাকিব হাওলাদার একের পর এক উইকেট তুলে নিলে ৭৪ ওভার ৫বলে ১৫৯ রানে গুটিয়ে যায়। তাদের রাকিবুল হাসান ১৪১ বলে ১০টি চারে সর্বোচ্চ ৫২, সাদ আল সাফি ১৩৮ বলে ৮টি চারে ৫১, আশিক ২৩ ও ফাহাদ বিশ্বাস ১২ রান করেন। অতিরিক্ত থেকে আরও ১২ রান।
খুলনার রাকিব হাওলাদার ২৩ ওভার ৫ বলে ৫টি, হাসিবুর রহমান ২টি ও মাহামুদুল হাসান ১টি উইকেট নেন।
জবাবে খুলনা বিভাগ ব্যাটিংয়ে নেমে বেশি সুবিধা করতে পারেনি। তারা প্রথম দিন শেষে ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৪ রান করে। তাদের রুবায়েত ইসলাম ২০, ইয়াছিন আকরাম ১৯, ফারহান সাদিক ৬ রান করেন। আজ সকালে তারা দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামবে।
ঢাকা বিভাগ দক্ষিণের বল হাতে আশিক, আহসানুল মাহিম, জুনায়েদুল ইসলাম ১টি করে উইকেট নেন।
সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। যশোর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শফিউর রহমান মল্লিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ জাবেদ ইসলাম তাপস। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো, সদস্য আনোয়ার হোসেন মোস্তাক, খায়েরুজ্জামান বাবু, এহসানুল হক সুমন, শিমুল বিশ্বাস শিমু, হিমাদ্রি সাহা মনি প্রমুখ।
যশোরসহ প্রতিযোগিতা দেশের আরও তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। এই তিনটি ভেন্যু হচ্ছে ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম ও খুলনা জেলা স্টেডিয়ামে। আর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ৭ মার্চ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।