যশোরের রামনগরে মানব পাচারের সার্ভাইভারদের সেলাইমেশিন প্রদান

0
454

নিজস্ব প্রতিবেদক, যশোর: মানব পাচারের শিকার দুই সার্ভাইভারকে অর্থনৈতিকভাবে সাবলম্বী হওয়ার জন্য দুটো সেলাইমেশিন প্রদান করেছে যশোর সদরের রামনগর ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটি (সিটিসি)।
বুধবার বিকেলে ইউনিয়ন সিটিসি-এর সভাপতি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজনীন নাহার আলমগীর দুই সার্ভাইভারের কাছে সেলাইমেশিন দুটো হস্তান্তর করেন। এসময় তিনি প্রতিশ্রুতি প্রদান করেন যে তার ইউনিয়নে মানব পাচারের শিকার আরো যদি কেউ থাকে তাদেরকেও সহযোগিতার চেষ্টা করা হবে।
সেলাইমেশিন প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি মেম্বর খাদিজা পারভীন, মনোয়ারা জামান, রফিকুল ইসলাম, কামরুল ইসলাম, জাকির হোসেন, ইকবাল হোসেন, আ. গফুর, রাইটস যশোর-এর প্রোগ্রাম অফিসার সরোয়ার হোসেন।