যশোরের শার্শায় হাত-পা বিহীন কন্যা শিশুর জন্ম

0
360
Birth of a child without arms and legs in Sharsha rtv

বিশেষ প্রতিনিধি : যশোর শার্শা উপজেলায় হাত-পা বিহীন এক শিশুর জন্ম হয়েছে। সারজিনা খাতুন (২২) নামে একজন প্রসূতি বাগআঁচড়া বাজারের একটি নার্সিংহোমে বুধবার এ কন্যা সন্তানটির জন্ম দেন। তিনি শার্শার বসতপুর গ্রামের হাসেম আলীর স্ত্রী।
শিশুটির চাচি বলেন, বুধবার সকালে প্রসূতি সারজিনাকে বাগআঁচড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে অপারেশনের মাধ্যমে শিশুর জন্ম হয়। জন্মের পর শিশুটিকে আমার কাছে দেয়া হয়। এ সময় দেখি বাচ্চার চেহারা খুবই সুন্দর, কিন্তু তার হাত ও পা নেই। শিশুটিকে দেখে আমরা বিস্মিত হই।
এ বিষয়ে ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. শহিদ হাসান বলেন, এটি একটি জন্মগত সমস্যা, যার প্রকৃত কারণ আমাদের জানা নেই। তবে কিছু ফ্যাক্টর আছে, যেমন জিনগত সমস্যা, কিছু কেমিক্যাল ভাইরাস এবং কিছু (টেরাটোজোনিক) ওষুধ যদি গর্ভাবস্তায় সেবন করা হয়, তবে এমন বিকলাঙ্গ শিশুর জন্ম হতে পারে। শিশুটির চিকিৎসার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ ধরনের শিশুদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে। কিছু ক্ষেত্রে কৃত্রিম হাত-পা ব্যবহার কিংবা সার্জারির প্রয়োজন হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here