যশোরের সড়কে দূর্ঘটনায় বিজিবি’র সদস্য ও সবজি ব্যবসায়ীসহ ৩ জন নিহত

0
390

বিশেষ প্রতিনিধি : যশোরের দু’টি সড়কে তিনটি সড়ক দূর্ঘটনায় এক সবজি ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়েছে। এরা হচ্ছে, মাগুরা জেলার শালিখা উপজেলার তিলখড়ি গ্রামের খোরশেদ লস্করের ছেলে হুমায়ূন কবীর (৪৫),যশোরের বাঘারপাড়া উপজেলার জয়নগর গ্রামের জরিপ মোল্যার ছেলে মহির উদ্দিন (৬২) ও চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার ছোট শলুয়া গ্রামের মাহাতাব আলীর ছেলে শাহাবুল মিয়া (৪৮) । এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় সড়ক দূর্ঘটনা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও নিহত পরিবার থেকে জানাগেছে,বুধবার ২৯ জানুয়ারী সকালে মাগুরা জেলার শালিখা উপজেলার তিলখড়ি গ্রামের হুমায়ূন কবির নিজ মোটর সাইকেল যোগে বুধবার সকালে সিংড়া বাজারের অদূরে ট্রাক্টরের সাথে মোটর সাইকেলের ধাক্কা লাগে। হুমায়ূন কবির ও তার স্ত্রী লাভলি বেগম পড়ে গুরুতর আহত হয়। তাদের দু’জনকে যশোর জেনারেল হাসপাতালে দুপুরে আনা হলে জরুরী বিভাগের চিকিৎসক হুমায়ূন কবীরকে মৃত বলে ঘোষনা করে। লাভলি চিকিৎসাধীন রয়েছে। হুমায়ূন কবির বিজিবি’র নায়েক । কক্সবাজরের একটি ব্যাটালিয়নে তিনি কর্মরত। তিনি ছুটিতে বাড়িতে আসেন। অপরদিকে,চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার ছোট শলুয়া গ্রামের শাহাবুল মিয়া সবজি কিনে (ঢাকা মেট্টো ড-১২-১৪৩৬) পিকআপ যোগে খুলনার উদ্দেশ্যে মঙ্গরবার বিকেলে রওয়ানা করে। পিকআপটি যশোর সদর উপজেলার খুলনা রোডের রাজারহাট মোড়ে পৌছালে পিকআপের চালক নিয়ন্ত্রন হারিয়ে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছন থেকে ধাক্কা মারে। ফলে পিকআপের সামনে চালকের আসনের পাশে বসে থাকা শাহাবুল মিয়া গুরুতর আহত হয়। তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে রাতে আনা হলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। বুধবার শাহাবুলের লাশের ময়না তদন্ত সম্পন্নর পর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। নিহতর ছেলে শিমুল বাদি হয়ে উক্ত পিকআপের পলাতক চালকের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। এছাড়া, বুধবার সকালে মহির উদ্দিন কাজ শেষে উপশহর থেকে বাইসাইকেল যোগে যশোর মাগুরা সড়ক দিয়ে বাড়িতে ফিরছিল। সকাল ৬ টায় যশোর মাগুরা সড়কের যশোর সরদ উপজেলার বাহাদুরপুর গ্রামের মান্দারতলা নামকস্থানে পৌছালে ঢাকা থেকে যশোর গামী এএসএ পরিবহনের একটি কার্ভাডভ্যান ধাক্কা মারলে সে গুরুতর আহত হয়। তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে আনা হলে তিনি মারা যায়। লাশের ময়না তদন্ত সম্পন্নর পর আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েেেছ।