যশোরের হ্যাচারিগুলোতে চট্টগ্রামের হালদা নদীর পোনা বিতরণ শুরু হয়েছে

0
250

নিজস্ব প্রতিবেদক :উন্নত পদ্ধতিতে কার্প-গলদা মিশ্র চাষে ও বাজারজাত করণের মাধ্যমে উদ্দ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে পোনা থেকে ব্রুড তৈরীর লক্ষে যশোরের হ্যাচারিগুলোতে চট্টগ্রামের হালদা নদীর পোনা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের চাঁচড়া এলাকাস্থ মৎস্য গবেষণা ইন্সটিটিউট এ দুটি বেসরকারি সংস্থা (পিকেএসএফ ও আরআরএফ) যৌথ উদ্দ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান। উপস্থিত ছিলেন বিএফআরআই’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালিহা হাসান, আরআরএফ’র উপ-পরিচালক শামিম উদ্দিনসহ যশোরের বিভিন্ন মৎস্য হ্যাচারির মালিক।
মঙ্গলবার জেলার ছয়টি মৎস্য হ্যাচারির প্রতিটিতে ২৫০পিস করে পোনা বিতরণ করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গুজব নির্ভর দেশ হয়ে গেছে বাংলাদেশ। ডেঙ্গু সম্পর্কে সচেতন হলে দেশে আজ এ রোগ মহামারি আকার ধারণ করতে পারতো না। তাই আমাদের সকলকে সচেতন হতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here