যশোরে অনুমতি ছাড়াই যুবদলের প্রতিবাদ সমাবেশে হট্টোগোল, আহত ২০

0
194

নিজস্ব প্রতিবেদক : যশোরে যুবদলের প্রতিবাদ সমাবেশে পুলিশের লাঠিচার্জে অন্তত ২০জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার বিকেলে শহরের লালদীঘির পাড়ে জেলা বিএনপি কার্যালয়ে সামনে এ ঘটনা ঘটে। সিরাজগঞ্জে যুবদল নেতা আকবার আলী হত্যার প্রতিবাদে শনিবার বিকালে যশোর জেলা বিএনপির কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
তবে যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার গণমাধ্যমকে জানিয়েছেন, অনুমতি ছাড়াই সমাবেশ করেছে যুবদল। মানা করা হলে তারা আমাদের উপর হামলা করে। হামলা ঠেকাতে পুলিশ লাঠিচার্জ করেছে।
জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ বলেন, সিরাজগঞ্জে যুবদল নেতা আকবার আলী হত্যার প্রতিবাদে শনিবার বিকালে যশোর জেলা বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ চলছিল। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিকেল সাড়ে ৪টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি দল অতর্কিতভাবে সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে। এ সময় চেয়ারটেবিলও ভাংচুর করা হয়েছে। পুলিশের লাঠিচার্জে অন্তত ২০জন নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে ১৫জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। বিনা কারণে সমাবেশে এমন হামলা খুবই দুঃখজনক ঘটনা। ভবিষতে যেন এমন ঘটনা না ঘটে। একই সাথে হামলার নিন্দা জানাচ্ছি।