যশোরে অস্ত্র তৈরির কারিগরকে রিমান্ডে নিয়ে উদ্ধার হল আবার অস্ত্রের যন্ত্রাংশ

0
121

নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের আরএর রোডস্থ রাঙ্গামাটি গ্যারেজের পাশের সেই নিউ বিসমিল্লাহ ওয়ার্কসপের মালিক কুদ্দুস ও কর্মচারি আব্দুল আজিজকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরো অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে ডিবি পুলিশ।
গত শুক্রবার রাত ১১টার দিকে ওয়ার্কসপের ভেতরে মাটি খুঁড়ে আসামিদ্বয়ের দেখানো মতে আরো অস্ত্র উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের এসআই সোলায়মান আক্কাস জানিয়েছেন, গত ১৩ অক্টোবর রাতে গোপন সূত্রে সংবাদ পেয়ে নিউ বিসমিল্লাহ ওয়ার্কসপে অস্ত্র তৈরির সময় সেখানে অভিযান চালিয়ে ৫টি অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়। এরা হলো, সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে দোকান মালিক আব্দুল কুদ্দুস (৪২), একই গ্রামের ফারুক হোসেনের ছেলে কর্মচারি সুমন হোসেন (২০) এবং শহরের বেজপাড়া এলাকার এলাহী বক্সের ছেলে আজিজুল ইসলাম (৪০)। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আব্দুল কুদ্দুসও আজিজুলকে রিমান্ডের নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা আরো অস্ত্র ও অস্ত্র তৈরির সরজ্ঞাম ওয়ার্কসপের ভেতরে মাটির নিচে আছে বলে স্বীকার করে। সে মোতাবেক শুক্রবার রাতে সেখানে গিয়ে তাদের দেখানো মতো আরো একটি অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এই ঘটনায় এই দুইজনের বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে কোতয়ালি থানায়। #