যশোরে আন্তর্জাতিক নারী দিবসে কুইজ প্রতিযোগিতা, আলোচনাসভা

0
699

বিশেষ প্রতিনিধি : টেকসই উন্নয়ন ও সুশাসন, চাই ক্ষমতায়িত নারী, জাগ্রত বিবেক এ শ্লে¬াগানকে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি ও ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) যশোর’র যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যশোর কলেজে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের মধ্যে ছিল কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতে সকাল সাড়ে ১০টায় যশোর কলেজ হলরুমে শিক্ষার্থীদের অংশ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সনাক সভাপতি এমআর খায়রুল উমাম। প্রধান অতিথি ছিলেন যশোর কলেজের অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বা। স্বাগত বক্তব্য দেন সনাক’র জেন্ডার বিষয়ক উপ-কমিটির আহবায়ক অধ্যাপক সুরাইয়া শরীফ। মুখ্য আলোচক ছিলেন সনাক যশোরের সাবেক সভাপতি প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান। আলোচনা করেন সনাক সহ-সভাপতি অধ্যাপক সুকুমার দাস, সদস্য অ্যাড: মোয়াজ্জেম হোসেন চৌধুরী, টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার রাজেশ কুমার অধিকারী, আইইডি’র ম্যানেজার বীথিকা সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার এএইচএম আনিসুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা, নারী অধিকার রক্ষায় ও নারী নির্যাতন বন্ধে দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরী বলে মনে করেন। শেষে আইইডি’র নাট্যকর্মীদের পরিবেশনায় নারী অধিকার বিষয়ক নাটিকা ‘একজন সুমির গল্প’ পরিবেশিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here