যশোরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

0
394

নিজস্ব প্রতিবেদক : ‘সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার সকালে যশোর কালেক্টরেটের সামনে থেকে বের হয় র‌্যালি। র‌্যালিটির উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। এদিকে শার্শায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রতিবন্ধী কার্যালয় থেকে উক্ত র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষ্যে কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি আবু বাক্কার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ¦ শেখ আফিল উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, যশোর জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা সকলেই আমাদের সমাজেরই অংশ। প্রতিবন্ধীদের জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে ইতিমধ্যেই উদাহরণ সৃষ্টি করেছে।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি সমাজসেবা অর্থায়নে ৪টি হুইল চেয়ার ও ১০ টি প্রতিবন্ধী কার্ড বিতরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here