যশোরে আম্পানের তাণ্ডবে ১২ জনের মৃত্যু, বাড়তে পারে এই সংখ্যাও

0
428

ডি এইচ দিলসান : ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ জানান, ঘূর্ণিঝড় আম্পানে যশোরে যারা মারা গেছেন নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।
নিহতরা হলেন, মণিরামপুর উপজেলার পারখাজুরা গ্রামের খোকন দাস (৭০), তার স্ত্রী বিজন দাস (৬০), ওয়াজেদ আলী (৫০), তার ছেলে ইসা (১৫) ও আছিয়া বেগম (৭০), শার্শা উপজেলার গোগা গ্রামের ময়না বেগম, সামটা জামতলার মুক্তার আলী (৬৫), মহিপুড়া গ্রামের মিজানুর রহমান (৬০) ও মালোপাড়ার গোপালচন্দ্র বিশ্বাস, চৌগাছার চাঁদপুর গ্রামের ক্ষ্যান্ত বেগম (৪৫), তার মেয়ে রাবেয়া খাতুন (১৩) এবং বাঘারপাড়ার বোধপুর গ্রামের ডলি বেগম (৪৮)।
আম্পানের আঘাতে হাজার হাজার গাছপালা ভেঙে পড়েছে। গাছ চাপা পড়ে জেলায় এখনো পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর বাইরেও আরো কয়েক ব্যক্তির মৃত্যুর তথ্য আসছে নানা মাধ্যমে। তবে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় এসব বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
রাত সোয়া নয়টা পর্যন্ত ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে যশোর জেলা প্রশাসন। ওই ছয় ব্যক্তির পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।
পুলিশের বিশেষ শাখার হিসেব অনুযায়ী নিহতরা হলেন,
এদিকে, গাছ উপড়ে ও ডাল ভেঙে সড়কে পড়ায় যশোরের সঙ্গে খুলনা ও সাতক্ষীরার যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে গেছে। শহরের আমির হোসেন নামে একজন বলেন, ‘ঝড়ের তাণ্ডবে ক্ষতি দেখতে সকালে বের হয়েছি। দেখলাম শুধু গাছ পড়ে রয়েছে। কিছু জায়গায় গাছ পড়ে প্রাচীর ভেঙে গেছে। এছাড়া আলগা টিনের ছাউনি উড়ে গিয়েছে। বিদ্যুতের লাইন ছিঁড়ে গেছে।
যশোর ফায়ার সার্ভিসের সাব-অফিসার হাফিজুর রহমান জানান, গতরাত থেকে বিভিন্ন স্থান থেকে গাছ পড়ার খবর পেয়েছি। যে কারণে খুব ভোর থেকে দুটি দলে বিভক্ত হয়ে কাজ শুরু করেছি। ইতোমধ্যে অনেক সড়কের গাছ সরিয়ে নেওয়া হয়েছে। বাকি গাছগুলোও দ্রুত সরিয়ে নেওয়া হবে। এছাড়া উপজেলাগুলোতেও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ জানিয়েছেন, আম্পানের কারণে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও নিরুপণ করা সম্ভব হয়নি। তবে যোগাযোগ ব্যবস্থা সচল করতে ফায়ার সার্ভিস কাজ শুরু করেছে। দ্রুতই সড়কগুলো চলাচলের উপযোগী হবে।
এদিকে ঝড়ে ফসলের ক্ষতির পরিমাণ এখনও নিরুপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. মো. আখতারুজ্জামান। তিনি জানান, যশোর জেলায় ১১শ’ হেক্টর জমিতে পানের বরজ, ৪ হাজার ৭০০ হেক্টর জমিতে আম ও লিচু এবং ২০ হাজার হেক্টর জমিতে সবজি ক্ষেত রয়েছে। ঝড়ে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে; তবে পরিমাণ এখনও নিরুপণ হয়নি। মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের কাজ চলছে।
তিনি বলেন, ‘ইতিমধ্যে আমরা জেলার ক্ষয়ক্ষতির তথ্য কৃষি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের কাছে পৌঁছে দিয়েছি। ক্ষতি হওয়া ফসলের মধ্যে রয়েছে ১১ হাজার ৭৮৩ হেক্টর জমির পাট, ১১ হাজার ৭৪৮ হেক্টর জমির সবজি; যা মোট আবাদের ৮০ শতাংশ। এছাড়া ৭৫০ হেক্টর জমির পেঁপে, দেড় হাজার হেক্টর জমির কলা, ৬৭৫ হেক্টর জমির মরিচ, এক হাজার ৪৫ হেক্টর জমির মুলা, তিন হাজার ৩৯৫ হেক্টর জমির আম, ৬০০ হেক্টর জমির লিচু এবং এক হাজার হেক্টর জমির পানের বরজ ক্ষতির মুখে পড়েছে।
মাঠে থাকা ফসল ও ফলের ৭০ শতাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান জেলার প্রধান এই কৃষি কর্মকর্তা।
এছাড়া জেলার নিম্নাঞ্চল কেশবপুর-মণিরামপুর-অভয়নগরের ভবদহ এলাকায় পানিতে তলিয়ে গেছে শত শত হেক্টর জমির ফসল। ভেসে গেছে ঘেরের মাছ।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, ঝড়ের সঙ্গে ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের কেশবপুর, মণিরামপুরের নিম্নাঞ্চলের কিছু ঘের ও পুকুর ভেসে ক্ষতি হয়েছে। তবে অন্যান্য এলাকায় মাছের তেমন ক্ষতি হয়নি।
আম্পানের আঘাতে গাছপালা ভেঙে জেলার অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়ক আটকে যায়। ঐতিহাসিক ‘যশোর রোডের’ (যশোর-বেনাপোল মহাসড়ক) প্রাচীন বেশকিছু গাছ ভেঙে ও উপড়ে রাস্তার ওপর পড়ে। ফলে দুপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি বন্ধ ছিল। এছাড়া যশোর-খুলনা মহাসড়ক, যশোর-মাগুরা মহাসড়ক, যশোর-ঝিনাইদহ মহাসড়কসহ অধিকাংশ সড়ক ও গ্রাম্য রাস্তার ওপর গাছ ভেঙে পড়ে। বৃহস্পতিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসব গাছ সরিয়ে নেওয়ার জন্য কাজ করেন।
এদিকে, ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষতি হয়। বিদ্যুতের তারের ওপর গাছ ও ডাল ভেঙে পড়ায় গোটা জেলা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায় বুধবার সন্ধ্যায়ই। টানা দশ ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন থাকার পর কিছু কিছু এলাকায় সংযোগ দেওয়া হয়েছে। তবে এখনো জেলার দুই-তৃতীয়াংশ এলাকা বিদ্যুৎহীন রয়েছে বলে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন।
জেলা প্রশাসক শফিউল আরিফ বিকেলে সুবর্ণভূমিকে জানান, ‘ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ এখনো নিরুপণ করা সম্ভব হয়নি। কাজ চলছে। তবে মানুষ মারা গেছেন। ঘরবাড়ি ও গাছপালা ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে। মাঠে থাকা ফসল নষ্ট হয়েছে।
তিনি বলেন, ঝড়ের কারণে যেসব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা প্রস্তুতের কাজ করা হচ্ছে। তালিকা প্রস্তুত শেষে এসব মানুষকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
প্রবীণেরা বলছেন, এর আগে ১৯৮৮ সালে যশোরে একবার বড় ধরনের সাইক্লোন আঘাত করেছিল। আর ২০০০ সালে যশোরে একবার বন্যা হয়েছিল; যা ছিল স্মরণকালের মধ্যে প্রথম।