যশোরে আলোচিত আলী আকবর সাইজী হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রী ও শিষ্যর বিরুদ্ধে চার্জশীট দাখিল

0
295

বিশেষ প্রতিনিধি : সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামে আলোচিত আলী আকবর সাইজী হত্যা মামলার সাথে জড়িত নিহতর দ্বিতীয় স্ত্রীসহ দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে ক্রিমিনাল ইনভেষ্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) পুলিশ যশোরের কর্মকর্তা। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন। চার্জশীট যুক্ত আসামীরা হচ্ছে, নিহত আলী আকবর সাইজীর দ্বিতীয় স্ত্রী রিজিয়া বেগম ও প্রধান শীয্য খোলাডাঙ্গার মৃত নিশান দাসের ছেলে পরিতোষ বাউল।
মামলা বিবারনে জানাগেছে, নিহত আলী আকবর সাইজীর প্রথম স্ত্রী-সন্তান যশোর শহরের বেজপাড়ায় বসবাস করেন। রিজিয়াকে ২০শতক জমি লিখে দিয়ে সাইজী তাকে বিয়ে করে বড় ভেকুটিয়া মুক্তেস্বরী নদীর পাড়ে বাড়ি করে বসবাস শুরু করেন। ২০১৭ সালের ১৫ জুলাই রাতে খাওয়া-দাওয়া করে সাইজী ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ঘরে না পেয়ে তার দ্বিতীয় স্ত্রী রিজিয়া বিষয়টি তার মেয়ে ও জামাইকে জানায়। এ ব্যাপারে জামাই আসাদুল ইসলাম কোতয়ালি থানায় একটি জিডি করেন। ১৬ জুলাই রাতে ফায়ার সার্ভিসের সহায়তায় মুক্তেস্বরী নদী থেকে সাইজীর লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে নিহতের প্রথম স্ত্রী সালেহা বেগম দ্বিতীয় স্ত্রীসহ দু’জনের নামউল্লেখসহ অপরিচিত ৫/৬ জনকে আসামি করে কোতয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত শুরু করেন। পরে সিআইডি পুলিশ তদন্তের দায়িত্ব পান। এ মামলার দীর্ঘ তদন্ত শেষে আটক আসামিদের দেয়া তথ্যের যাচাই-বাছায় করে হত্যার সাথে জড়িত থাকায় ওইদুই জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের এসআই আব্দুল লতিফ। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় সন্দেহজনক ভাবে আটক নাহিদ হাসান শিমুল ও লিটন হোসেন সুজাতকে চার্জশিটে অব্যহতির আবেদন জানানো হয়েছে । চার্জশিটে অভিযুক্ত দুইজনকে ইতিপূর্বে আটক দেখানো হয়েছে।