যশোরে আলোচিত গণধর্ষণ মামলা পিআইবিতে হস্তান্তর ঘটনাস্থল পরিদর্শনসহ ভিকটের সাক্ষ্য গ্রহণ ও বিভিন্ন আলামত সংগ্রহ শুরু

0
224

বিশেষ প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামের আলোচিত গণধর্ষণ মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশনব (পিআইবি) তে হস্তান্তরের পর কার্যক্রম শুরু করেছেন দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা। ইতিমধ্যে পিআইবির একটি টিম ঘটনাস্থল পরিদর্শনসহ ভিকটের সাক্ষ্য গ্রহণ ও বিভিন্ন আলামতও সংগ্রহ করেছে।
পিআইবি যশোরের পরিদর্শক মোনায়েম খান সাংবাদিকদের জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তারা আধুনিক বিভিন্ন প্রযুক্তিও ব্যবহার করছেন। তারা আশা করছেন- তদন্ত শেষে খুব দ্রুত তারা এ ব্যাপারে রিপোর্ট প্রদান করতে পারবেন। শার্শা উপজেলার লক্ষ্মণপুর গ্রামের এক নারী গত ৩ সেপ্টেম্বর অভিযোগ করেন ২ সেপ্টেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে স্থানীয় গোরপাড়া ফাড়ি পুলিশের ইনচার্জ এসআই খায়রুল ও তার সোর্স কামারুল তাকে ধর্ষণ করে। এসময় লতিফ ও কাদের নামে দুইজন তার ঘরের বাইরে দাঁড়িয়ে ছিল। ৩ সেপ্টেম্বর রাতেই এ ঘটনায় মামলা ও অভিযুক্তদের মধ্যে তিনজনকে আটক করে পুলিশ। তবে মামলায় প্রধান অভিযুক্ত এসআই খায়রুলকে আসামি না করে বাকি তিনজনকে করা হয়। #

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here