যশোরে আড়াই বছরের শিশু আলামিনকে নিয়ে দুই নারীর টানাটানী সকলে হতবাক

0
378

এম আর রকি :  আড়াই বছরের শিশু আলামিনের দখল নিয়ে দুই নারীর টানাটানীর ঘটনা পুলিশের মধ্যে চাঞ্চল্যসৃষ্টি করেছে। গতকাল বুধবার দুপুরে কোতয়ালি মডেল থানায় আলামিনের কান্না দুই নারীর টানাটানীর বিষয় থানায় কর্তব্যরত পুলিশের মধ্যে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
কোতয়ালি মডেল থানার এসআই মোকলেছুজ্জামান জানান,বুধবার দুপুরে যশোর সদর উপজেলার এড়েন্দা বাজার ও আমদাবাদ এলাকা থেকে শিশু আলামিনকে উদ্ধার করে কোতয়ালি মডেল থানায় নিয়ে আসা হয়। তিনি জানান, শিশু আলামিনকে জন্ম গ্রহনের পর থেকে লালনপালনকারী মাতা নাছিমাসহ একদল লোকজন জোর পূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগে সেখান থেকে উদ্ধার করা হয়। আলামিন ঝিকরগাছা উপজেলার বাকুড়া গ্রামের তরুনী তামান্না খাতুনের গর্ভে ছিল বলে তামান্নার মাতা সাকিরন নেছা জানিয়েছেন,ঝিকরগাছা উপজেলার বাকুড়া গ্রামের হাজ্বী মোঃ দাউদ সরদারের মেয়ে রোকেয়া তামান্না খাতুনকে প্রাইভেট পড়াতো। রোকেয়ার বাড়িতে তামান্না প্রাইভেট পড়তে যাওয়ার এক পর্যায় হাজ্বী মোঃ দাউদ সরদার তামান্নাকে খাদ্যদ্রব্য সাথে চেতনানাশক ঔষধ সেবনের ফলে তামান্না ওই বাড়িতে ঘুমিয়ে পড়ে। এই সুযোগে তামান্না খাতুনের শরীরের উপর দাউদ সরদার নির্যাতন চালালে তামান্না গর্ভবর্তী হয়ে পড়ে। ওই সময় পরিস্থিতি ধামা চাপা দেওয়ার জন্য তামান্নাকে ঝিকরগাছা একটি ক্লিনিকে নিয়ে অবৈধ গর্ভপাতের ব্যবস্থা গ্রহন করা হয়। তামান্নার পেট থেকে অবৈধ গর্ভপাত ঘটানোর ফলে তাকে ও তার মা সাকিরণ নেছাকে জানানো হয় তামান্নার মৃত বাচ্চা হয়েছে। তামান্না ক্লিনিক থেকে সুস্থ্য হয়ে বাড়িতে গিয়ে তামান্নার মাতা সাকিরণ নেছা দাউদ সরদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পিটিশন দায়ের করেন। উক্ত পিটিশন আদালতে আমলে নিয়েছে। এর পর তামান্না খাতুন ও তার মাতা সাকিরণ নেছা খোঁজ খবর নিয়ে জানতে পারেন তার গর্ভে থাকা শিশু সন্তান যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ গ্রামের শাহিনের ঘরে রয়েছে। সে আদালতের স্মরনাপন্ন হয়ে শিশু উদ্ধার ও মেয়ে তামান্না খাতুন অপহরণের অভিযোগ এনে আদালতে পিটিশন দায়ের করেন। বিজ্ঞ আদালত অভিযোগ আমলে নিয়ে কোতয়ালি মডেল থানাকে নির্দেশ দেন। কোতয়ালি মডেল থানার তৎকালীন এসআই মোকাদ্দেস হোসেন মামলাটি তদন্ত করে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। বাদী চুড়ান্ত প্রতিবেদনের বিপরীতে আবেদন জানালে বিজ্ঞ আদালতের বিচারক তদন্তর ভার দেন পিবিআই দপ্তরকে। পিবিআই দপ্তরের কর্মকর্তা তামান্নাকে উদ্ধার করে আহসানিয়া মিশন সেল্টার হোমে রেখে শিশুরটি সন্ধান পেয়ে তাকে উদ্ধার করে। পরে আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত শিশু আলামিনকে মঙ্গলবার ৮ মে গর্ভধারনকারী তামান্না খাতুনের কাছে রাখার নিদের্শ দেন। তামান্না খাতুন জন্মের পর থেকে হারিয়ে যাওয়া শিশুটিকে পেয়ে যশোর আমদাবাদ এড়েন্দা এলাকায় মা সাকিরণ নেছার সাথে অবস্থান শুরু করে।উক্ত এসআই মোকলেছুজ্জামান আরো জানান,শিশুটি ভূমিষ্ট হওয়ার পর ঝিকরগাছা উপজেলার হাজির বাগ এলাকার শাহিনের স্ত্রী নাছিমা অর্থের বিনিময়ে ঝিকরগাছা উপজেলা এলাকার একটি ক্লিনিক থেকে ক্রয় করেছেন। তার স্বপক্ষে কাগজপত্র রয়েছেন। যে কাগজপত্র পুলিশকে নাছিমা দেখিয়েছেন। বুধবার ৯ মে দুপুরে নাছিমা ও তার লোকজন শিশু আলামিনকে নিজ হেফাজতে রাখার জন্য এড়েন্দা আমদাবাদ এলাকায় গিয়ে হানা দেয়। ওই এলাকার লোকজন এক শিশু নিয়ে দুই নারীর টানাটানী বিষয়টি দেখে হতবাক হয়ে থানায় খবর দিলে থানা থেকে জরুরী ডিউটিরত এসআই মোকলেছুজ্জামান উক্ত এলাকা থেকে শিশু আলামিনকে উদ্ধার ও দুই নারীসহ তাদের পক্ষের লোকজনকে থানায় নিয়ে আসে। শিশু আলামিন তামান্না খাতুনের কোলে থাকলেও নাছিমাকে দেখে কান্নায় মা মা বলতে থাকে। শিশুটির কান্না দেখে সকলের মধ্যে বেদনাদায়ক এক পরিস্থিতি সৃষ্টি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশু আলামিনকে কোতয়ালি মডেল থানায় রেখে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে বিষয়টি নিষ্পত্তি করা হবে বলে পুলিশ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here