যশোরে ইজিবাইক চালক তুরান হত্যা কান্ডে মামলা দায়ের একজন গ্রেফতার

0
480

বিশেষ প্রতিনিধি : যশোরে ইজিবাইক চালক কিশোর তুরান ইসলাম (১৩) হত্যাকান্ডের ঘটনায় নিহতর পিতা ইবাদুল ইসলাম বাদি হয়ে শনিবার কোতয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা আসামী উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করলেও মামলার স্বার্থে তার নাম প্রকাশ করেনি।
যশোর সদর উপজেলার আড়পাড়া (সাহাপুর ) গ্রামের মৃত আবু বক্কার মোল্যার ছেলে ইবাদুল ইসলাম শনিবার দুপুরে বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,তার ছেলে তুরান ইসলাম গত ১০ মে বৃহস্পতিবার রাতে ইজিবাইক নিয়ে বাড়িতে না আসায় ছেলের ব্যবহৃত মোবাইল ফোনে ফোন করলে মোবাইল বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে আত্মীয়স্বজনের কাছে খোঁজখবর নিতে থাকি। শুক্রবার তুরান ইসলামের ব্যবহৃত ইজি বাইকটি যশোর কোতয়ালি মডেল থানাধীন সুলতানপুর গোপালপুর এর মাঝে বালিখোলা নামকস্থানে রাস্তার পাশে ব্যাটারী বিহীন পরিত্যক্ত অবস্থায় পেয়ে বাড়িতে নিয়ে আসি। শুক্রবার বেলা দেড়টায় এলাকার লোকজনের কাছে জানতে পারেন উপশহর নিউ মার্কেট মোড় সংলগ্ন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের পূর্ব দক্ষিণ কোনে দেওয়ালের পাশে এক ব্যক্তির লাশ পড়ে রয়েছে। এর পর ভাগ্নে বিল্লালসহ স্থানীয় আত্মীয়স্বজন দুপুর সোয়া ২ টায় উক্ত স্থান হতে তুরান ইসলামের লাশ সনাক্ত করেন। উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রহিম হাওলাদার খবর পেয়ে লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মগ্যে লাশের ময়না তদন্ত সম্পন্ন করান। অজ্ঞাতনামা আসামীরা পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পিতভাবে তুরাণ ইসলামকে হত্যা করে ইজিবাইকের পাঁচটি ব্যাটারী চুরি করে নিয়ে গেছে। পরে ইজিবাইক উল্লেখিত স্থানে ফেলে রেখে দিয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহ পুলিশ পুলিশ একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত যুবকের দখল হতে চুরি হওয়ার ব্যাটারী উদ্ধার করে বলে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রহিম জানিয়েছেন। তবে তদন্তর স্বার্থে গ্রেফতার হওয়ার যুবকের নাম বলতে রাজী হননি।সর্বশেষ খবরে জানাগেছে,চুরি যাওয়া ইজিবাইকের ব্যাটারী উদ্ধার হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here