যশোরে ইলেকট্রিক কারখানায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা

0
431

বিশেষ প্রতিনিধি : যশোরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি ইলেকট্রিক কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাজিব হাসান বুধবার সকালে শহরের ঘোপ নওয়াপাড়া রোডে কাজী ইলেকট্রিক কারখানায় এ অভিযান চালান।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার শেখ জালাল উদ্দিন সাংবাদিকদের বলেন, অভিযানকালে দেখা যায় কাজী ইলেকট্রিক কারখানায় টু-পিন ও থ্রি-পিন, সুইচসহ বিভিন্ন বৈদ্যুতিক পণ্য তৈরি করে তা বাজারজাত করা হচ্ছে। কিন্তু উৎপাদিত পণ্যে বিএসটিআইয়ের সিল ব্যবহার করা হচ্ছে না। এছাড়া কারখানাটিতে বিএসটিআইয়ের বাধ্যতামূলক সিএম লাইসেন্স নেই। এ অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাজিব হাসান প্রতিষ্ঠানটির মালিক আরিফুল হককে ১৯৮৫ সালের বিএসটিআই অধ্যাদেশের ৩১/এ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here