যশোরে একজনের যাবজ্জীবন কারাদন্ড

0
462

নিজস্ব প্রতিবেদক : এক ব্যক্তিকে দোষী সাবস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদ- এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের কারাদ-াদেশ দিয়েছেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তবিবর রহমান যশোর সদর উপজেলার নরেন্দদ্রপুর গ্রামের অহির উদ্দিন মোল্যার ছেলে। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে খালাস দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক অমিত কুমার দে সোমবার দুপুরে এই আদেশ দেন।
মামলার বিবরণে জানা গেছে, যশোর সদর উপজেলার বসুন্দিয়ার কেফাতনগরের মোফাজ্জেল হাওলাদারের মেয়ে ফাতিমা যৌতুকের কারণে তার স্বামী একই এলাকার নরেন্দ্রপুর গ্রামের আব্দুল্লাহ নির্যাতন করতো। শেষ পর্যন্ত যৌতুকের টাকা দিতে না পারায় আব্দুল্লাহ তার স্ত্রী ফাতিমাকে নারী পাচারকারী দলের সদস্য তবিবরের মাধ্যমে যশোর শহরের ঝালাইপট্টি পতিতালয়ে বিক্রি করে দেয়। ফাতিমা সেখান থেকে পালিয়ে বাড়িতে ওঠে বিষয়টি জানিয়ে দেন। এ ঘটনায় তার পিতা মোফাজ্জেল হোসেন ২০০৪ সালের ২ জুন যশোর কোতয়ালি থানায় তবিবর, জামাই আব্দুল্লাহ, শ্বশুর নূর ইসলাম, শাশুড়ী আবেজান, দেবর হুমায়ন কবীর বিরুদ্ধে মামলা করেন। মামলায় স্বাক্ষী প্রমাণ শেষে সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাবুন্যাল তবিবর কে যাবজ্জীবন এবং বাকী চারজনকে বেকসুর খালাশের রায় প্রদান করেন। সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি এড. ইদ্রিস আলী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here