যশোরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মানববন্ধন

0
373

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারনের নামে স্বাধীনতা বিরোধীদের হুমকীর প্রতিবাদে আজ ২৫ নভেম্বর সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে এ মানব বন্ধনে বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, নির্মূল কমিটির জেলা সাধারন সম্পাদক সাজেদ রহমান, মুক্তিযোদ্ধা সংসদের (সঃ) সদর উপজেলা ডেপুটি কমাণ্ডার আফজাল হোসেন দোদুল, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় নেতা হাবিবা শেফা, আইইডিবি’র জেলা সাধারন সম্পাদক প্রকৌশলী নুরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি তরিকুল ইসলাম তারু, সিনিয়র সাংবাদিক ও চাঁদের হাটের জেলা সভাপতি ফারাজী আহম্মদ সাঈদ বুলবুল, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক হাবিবুর রহমান মিলন, সেক্টর কমাণ্ডার্স ফোরামের সংস্কৃতিক সম্পাদক কাজী মাসুদ, পূজা উদযাপন পরিষদের জেলা সহ সভাপতি মৃনাল কান্তি দে, বাংলাদেশ ছাত্র মৈত্রীর জেলা সভাপতি শ্যামল শর্মা, শহিদ কর্ণের জামিল সংসদের সাধারন সম্পাদক রিমন খান, বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপল, যশোর মেডিক্যাল কলেজের ইন্টার্ণী পরিষদের সভাপতি ডাঃ মুসফিক, যমেক ছাত্রলীগের সভাপতি পার্থ সরকার, সাধারন শিক্ষার্থী পরিষদের পক্ষে সামিউল আলম। নির্মূল কমিটির জেলা সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানব বন্ধন সঞ্চালন করেন সুকান্ত দাস।