যশোরে এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি চার যুবক গ্রেফতার

0
350

বিশেষ প্রতিনিধি : এক যুবককে অপহরণ পূর্বক ৫০ হাজার টাকা দাবি করে আটকে রাখার অভিযোগে পুলিশ চার সন্ত্রাসী যুবককে গ্রেফতার করেছে। এ সময় অপহৃতা যুবককে উদ্ধার করেছে। অপহৃতা যুবক সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কলাউড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে ইমরান হোসেন। গ্রেফতারকৃত যুবকেরা হচ্ছে,শহরের পুরাতন কসবা এলাকার সালাউদ্দিনের ছেলে আরিফুল ইসলাম টপি,আরবপুর এলাকার আতিয়ার রহমানের ছেলে জাহিদুল ইসলাম,একই এলাকার জাহিদুল হকের ছেলে মেহেদী হাসান ও ইউসুফের ছেলে জাহিদুল কবীর।
ইমরান হোসেন পুলিশকে জানান, সে বিবাহিত ও বেকার যুবক। জেসমিন নামে এক যুবতীর সাথে তার মোবাইলের মাধ্যমে পরিচয়। জেসমিনের সাথে দেখা করতে যে যশোর জেস পার্কে বুধবার সকালে আসে। জেস পার্কে তারা দু’জন অবস্থানের এক পর্যায় বের হয়ে আসার পর উক্ত চার যুবক তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায় তার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরবর্তীতে তাকে অপহরণ করে পালবাড়ী এলাকায় নিয়ে গিয়ে সেখানে তার কাছে মুক্তিপণ ৫০ হাজার টাকা দাবি করে। এ দিকে খবর পেয়ে কোতয়ালি মডেল থানা পুলিশের এসআই আমিরুজ্জামান,এসআই জিয়াউর রহমান ইমরান হোসেনকে উদ্ধার ও উক্ত চার যুবককে গ্রেফতার করে। উক্ত নারী জেসমিন উধাও। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুুতি চলছে।