যশোরে এগারো শত পিস ইয়াবাসহ গ্রেফতার ৭

0
420

বিশেষ প্রতিনিধি : কোতয়ালি মডেল থানা,চাঁচড়া,সদর ও পুরাতন কসবা ফাঁড়ি পুলিশ আদালা অভিযান চালিয়ে এগারো ত্রিশ পিস ইয়াবাসহ সাত মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,শহরের সিটি কলেজপাড়া বৌ বাজার এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে শফিকুল ইসলাম ওরফে কালা,পূর্ব বারান্দীপাড়া সরদারপাড়া বশির আহম্মেদ বাড়ির ভাড়াটিয়া মৃত আমিনুর ইসামের ছেলে আবির হাসান লিটন,ঘোপ জেলরোড রাজুর বাড়ির পাশে বর্তমানে মুড়োলী জোড়া মন্দির হবির বাড়ির ভাড়াটিয়া শরিফুল ইসলামের ছেলে তানজিম ইসলাম,সদর উপজেলার খোলাডাঙ্গা (ধর্মতলা) মৃত ইফতেখার আহম্মেদ ওরফে বকুলের ছেলে ইমতিয়াজ আহম্মেদ,ঘোপ জেলরোড জুয়েল এর বাড়ির ভাড়াটিয়া মৃত নুরুল ইসলাম ওরফে নুরুর ছেলে মনিরুল ইসলাম ওরফে পাঁচু,চাঁচড়া রায়পাড়া তুলোতলা মোড়স্থ মোহাম্মদ আলীর স্ত্রী রুমা বেগম ও সদর উপজেলার ফরিদপুর গ্রামের আমির হোসেনের ছেলে সজিব আনোয়ার ।

চাঁচড়া ফাঁড়ি পুলিশ শনিবার দুপুর সাড়ে ১২ টার পর চাঁচড়া রায়পাড়া তুলোতলা মোড় থেকে রুমা বেগমকে গ্রেফতার করে। এসময় তার সহযোগী চাঁচড়া রায়পাড়া বিল্লাল মসজিদ গলির মৃত আব্দুল মজিদের ছেলে ছোট জয়নাল,চাঁচড়া রায়পাড়ার আজগার আলী গ্যাদার স্ত্রী বেবী ও একই এলাকার জাফর আলীর স্ত্রী জবেদা ওরফে জবে পালিয়ে যায়। এসময় রুমা বেগমের দখল হতে ২শ’ পিস ইয়াবা,কোতয়ালি মডেল থানার এসআই ওয়াহিদুজ্জামানসহ একদল পুলিশ শুক্রবার সন্ধ্যারাত ৭ টা ৪০ মিনিটে ফরিদপুর গ্রাম থেকে সজিব আনোয়ারকে ১শ’পিস ইয়াবা,সদর পুলিশ ফাঁড়ীর এটিএসআই রাসেল খন্দকার শুক্রবার বিকেলে ঘোপ সেন্ট্রাল রোড থেকে তানজিম ইসলামকে ২০পিস ইয়াবা,কোতয়ালি মডেল থানার এসআই এইচএম মাহমুদ শনিবার সকাল সাড়ে ১০ টায় শহরের এমকে রোডস্থ উত্তরা ব্যাংক লিমিটেড এর সামনে থেকে ইমতিয়াজ আহম্মেদকে ১শ’ পিস ইয়াবা,এসআই দেবাশীষ রায়সহ একদল পুলিশ শনিবার সকাল ৯ টা ৪০ মিনিটে শহরের মনিহার সিনেমা হলের বিপরীত পাশ থেকে মনিরুল ইসলাম ওরফে পাঁচুকে ৫শ’ পিস ইয়াবা,কোতয়ালি মডেল থানার এএসআই রাজন গাজীসহ একদল পুলিশ শুক্রবার রাত সাড়ে ৯ টায় শফিকুল ইসলাম ইসলাম ওরফে কালাকে ২শ’ পিস ইয়াবা ও পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা শুক্রবার বিকেলে শহরের দড়াটানা কালেক্টরেট ক্যান্টিনের উত্তর পাশে রাস্তার উপর থেকে আবির হাসান লিটনকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এ ব্যাপারে মাদক আইনে আলাদা মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here