যশোরে এসএসসি পরীক্ষায় পাশ ও এ+ পাইয়ে দেওয়ার প্রলোভন দিয়ে টাকা চাওয়ার অভিযোগ

0
541

এম আর রকি : চলতি বছরের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল ও এ প্লাস পাওয়ার নিশ্চয়তার প্রলোভন দিয়ে রেজা খান নামে এক যুবক তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে টাকা হাতিয়ে নেয়ার কৌশল নিয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র এ ব্যাপারে কোতয়ালি থানায় সাধারণ ডাইরীভূক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।
পরীক্ষা নিয়ন্ত্রকের সাধারণ ডাইরীতে বলা হয়েছে উপর্যূক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে,এসএসসি-২০১৭ পরীক্ষায়,যে সকল পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। সে সকল ছাত্র-ছাত্রীদের ভাল ফলাফল/এক বা দুই বিষয়ে পরীক্ষা খারাপ হয়েছে তাদেরকে পাশ ও এ+ করে দেওয়ার জন্য রেজা খান তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেয়। সাথে তার মোবাইল নম্বর০১৭৬২০৬৬০৪৬। এই নাম্বারে যোগাযোগ করা হলে পাশ করে দিবে। টাকা পাঠানোর জন্য একটি বিকাশ একাউন্ট দেয়। বিকাশ একাউন্ট নাম্বার হচ্ছে ০১৯৯৩২২৯০৮২। উক্ত রেজা খানের নাম্বারে ফোন দিয়ে আলাপ কালে শিক্ষাবোর্ডের সামনে টাকা নিয়ে আসতে বলে। উক্ত যুবককে ধরার জন্য ফাঁদ পাতা হলেও তাকে ধরা যায়নি। শনিবার বিকেলে পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বাদি হয়ে সাধারণ ডাইরী লিপিবদ্ধ করতে থানার ডিউটি অফিসারের সহকারী ওয়াসিম আকরামের কাছে দিলে সাধারণ ডাইরীভূক্ত করা হয়। সাধারণ ডাইরীভূক্ত কপির সাথে ফেসবুকে উক্ত স্ট্যাটাসের ফটোকপি কমা দেয়া হয়। সাধারণ ডাইরী নং ২০১ তারিখঃ ০৪/০৩/১৭ইং। সাধারণ ডাইরী লিপিবদ্ধ করে কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মো: ইলিয়াস হোসেন কোতয়ালি থানায় কর্মরত এসআই হিমেল হোসেনকে দায়িত্বর নির্দেশ দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here