যশোরে ঐতিহ্যবাহী ৭০তম ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
635
বুধবার দুপুরে হুদা রাজাপুরের মাঠে ঘৌড় দোড় অনুষ্ঠিত হয়।ঘৌড় দৌড়ের সময় বাঘর পাড়া উপজেলার নলডাঙ্গার মোঃ রবির ঘোড়া ও ছওয়ার গুরুতর আহত হয়।

ডি এইচ দিলসান : বুধবার বিকেলে আনন্দমুখর পরিবেশে হাজার হাজার মানুষের উপস্থিতিতে যশোর সদর উপজেলার হুদারাজাপুর গ্রামে ঐতিহ্যবাহী ৭০তম ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এদিকে ঘোড়দৌড় প্রতিযোগিতা ঘিরে এবারও মাঠে গ্রামীণ মেলায় পরিণত হয়। এ সময় সদর উপজেলার ইছালি ইউনিয়নের আশেপাশের বিভিন্ন এলাকার নারী-পুরষ, শিশু-কিশোররা সমবেত হন।
এবারের ঘোড়দৌড় প্রতিযোগিতায় খুলনা বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে ২৮ জন প্রতিযোগী তাদের নিজ নিজ ঘোড়া নিয়ে হাজির হন। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাঘারপাড়া উপজেলার জহির। দ্বিতীয় স্থানে মাগুরার সাধুখালির হাবিবার।এছাড়া যৌথভাবে তৃতীয়স্থান অর্জন করেছেন অভয়নগরের উসমান চৌধুরী ও দশপাখির মিলন। প্রতিযোগিতার প্রথম স্থান অর্জনকারীকে উপহার হিসেবে নগদ ৬ হাজার টাকা, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে ৪ হাজার ও ২ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেককে ১ হাজার টাকা দেয়া হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক হুসাইন শওকত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইছালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আফজাল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের নেতা মাষ্টার রবিউল ইসলাম, ইছালি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here