যশোরে ওয়ালর্পুল পিঠা উৎসব ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
881

যশোরে ইয়েস কার্ড পেলেন সিনথিয়া, ফারজানা, আফরোজা ও সুমনা

নিজস্ব প্রতিবেদক : সারা দেশব্যাপী শুরু হয়েছে ওয়ালর্পুল পিঠা উৎসব ও প্রতিযোগিতা। তারই ধারাবাহিকতায় ওয়ালর্পুলের অনুমোদিত পরিবেশক বেস্ট ইলেক্ট্রনিক্স লি. এর সাবির্ক তত্ত্বাবধানে এবং লবি রহমানস্ কুকিং ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার যশোরের হোটেল সিটি প্লাজার মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ পিঠা প্রতিযোগিতা।
এ প্রতিযোগিতা থেকে যশোর অব্জল থেকে সিনথিয়া খান, ফারজানা মির্জা, আফরোজা আহমেদ সনি ও সমুনা আক্তার সরাসরি ইয়েস কার্ড নিয়ে আগামী ২রা ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ অর্জন করেন। এয়াড়াও মুনমুন, শিল্পি ও সূবর্ণাকে ওয়েটিং-এ রাখেন বিচারকরা। জাতীয় পর্যায়ে তিনজন বিজয়ী পাবেন প্রথম পুরষ্কার ৫০ হাজার, ২য় পুরষ্কার ৩০ হাজার ও তৃতীয় পুরষ্কার ২০ হাজার নগদ টাকা ছাড়াও সনদ।
উল্লেখ্য যশোর অঞ্চলে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রন্ধন শিল্পী কল্পনা রহমান, নাসরিন হোসেন ও তনুজা রহমান মায়া।
এ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তিনজন বিজয়ী পাবেন প্রথম পুরস্কার ৫০ হাজার, দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার ও তৃতীয় পুরস্কার ২০ হাজার টাকা। ওয়ালর্পুল পিঠা উৎসব ও প্রতিযোগিতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here