যশোরে কমরেড মুনীরের ১৮তম মৃত্যু বার্ষিকীতে ইউনাইটেড কমিউনিস্ট লীগের সভা অনুষ্ঠিত

0
380

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা তেল গ্যাস বিদ্যুৎ বন্দর জাতীয় সম্পদ রক্ষা কমিটির নেতা কমরেড আব্দুল মতিন মুনীরের ১৮ তম মৃত্যু বাষির্কী গতকাল শুক্রবার পালিত হয়েছে। তার মৃত্যু উপলক্ষে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ এক আলোচনা সভার আয়োজন করে।
প্রেসক্লাব যশোরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের যশোর জেলা শাখার সম্পাদক তসলিম উর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন,সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নান্নু। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, আলোচনা করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, কমরেড মনিরের সহধর্মিনী ইউনাইটেড কমিউনিস্ট লীগের যশোর জেলা শাখার সদস্য মনোয়ারা সিদ্দিকী ছবি, বিপ্লবী ছাত্রমৈত্রী কেন্দ্রীয় কমিটির সভাপতি ইকবাল কবির, কমিউনিস্ট পার্টি যশোর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা শাখার সদস্য কামাল হাসান পলাশ, বিপ্লবী ছাত্রমৈত্রী যশোর জেলা শাখার সভাপতি কৌশিক রায়, জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির সভাপতি আলতাফ চাকলাদার, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পিন্টু, সাংগঠনিক সম্পাদক পলাশ বিশ্বাস প্রমুখ।আলোচকগন বলেন, আব্দুল মতিন মুনীর আমৃত্যু কমিউনিস্ট ছিলেন। উপমহাদেশের বাম আন্দোলনের অন্যতম পুরোধা তিনি। আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে বাম প্রগতিশীলরা শ্রমিক শ্রেণির সরকার ব্যবস্থা কায়েম করবে বলে তিনি বিশ্বাস করতেন। নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাড়িয়ে শোষন ও নির্যাতনের প্রতিরোধ গড়ে এদেশের কায়েমি স্বার্থবাদীদের হটিয়ে মানুষ একদিন মুক্তির পথ দেখবে ।#