যশোরে করোনায় কর্মহীন মানুষের মাঝে এমপি ও ট্রাই ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

0
162

নিজস্ব প্রতিবেদক : করোনায় মহামারীতে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে যশোরে ঈদ সামগ্রী উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। ঈদের আগে এসব উপহার সামগ্রী পেয়ে হাসি ফুটেছে অসহায় মানুষের চোখেমুখে।
স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। সংগঠনটির পক্ষ থেকে বুধবার সকালে যশোর রেড ক্রিসেন্ট সোসাইটি চত্বরে শতাধিক কর্মহীন মানুষের মাঝে চাল, ডাল, তেল, চিনি, সেমাই, আলুসহ ঈদ সামগ্রী উপহার দেন সংগঠনটি। ঈদের আগ মূহুর্তে এমন উপহার পেয়ে খুশি করোনায় কাজ হারানো অসহায় মানুষেরা।
সুবিধাভোগীরা জানান, করোনাকালে সামর্থ থাকা সত্বেও অনেক বিত্তশালীরা এখনও মানুষের পাশে এসে দাঁড়ায়নি। এ পরিস্থিতিতে ট্রাই ফাউন্ডেশন এগিয়ে আসায় তারা ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতে দূর্যোগকালীন সময়ে এভাবে অসহায় মানুষের পাশে ট্রাই ফাউন্ডেশন থাকবে বলে প্রত্যাশা ছিলো তাদের। অনুষ্ঠানে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিটের সেক্রেটারী ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রধান অতিথি হিসেবে এসব উপহার সামগ্রী বিতরণ করেন।
এদিকে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষ থেকে চাঁচড়া ইউনিয়ন দুই শতাধিক ইজিবাইক ও ভ্যান চালককে নগদ অর্থ সহায়তা দিয়েছেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।
বুধবার চাঁচড়া ইউনিয়নের মাহিদিয়া সম্মিলনী মহিলা আলীম মাদ্রাসা মাঠে প্রধান অতিথি হিসেবে তিনি কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া চালকদের হাতে নগদ অর্থ তুলে দেন।
অর্থ বিতরণের আগে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের শারীরিক সুস্থতা কামনা করে আনোয়ার হোসেন বিপুলের নেতৃত্বে দোয়া করা হয়।
যশোর জেলা শ্রমিকলীগের শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশী সেলিম রেজা পান্নুর সার্বিক ব্যবস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শহীদুজ্জামান শহীদ, মাহিদিয়া সম্মিলনী মহিলা আলীম মাদ্রাসার অধ্যক্ষ ফারুক হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কৃষি বিষয়ক সম্পাদক বাদশা-ফয়সাল, চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, আওয়ামী লীগনেতা গাজী মহসিন টিটো, ডা. গাজী বিদারুল কাদির স্বপন, শহিদুল ইসলাম, বজলুর রহমান, ফিরোজ হোসেন, ডা. আব্দুর রহিম, আব্দুল মজিদ, আব্দুল মাজেদ, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাফর ইকবাল, চাঁচড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক কামরুজ্জামান জিকো, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, শহর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রেযোয়ান হোসেন মিথুন, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম প্রমুখ।#