যশোরে করোনা শনাক্তের হার ৬.৮১ শতাংশ

0
276

নিজস্ব প্রতিবদেক: গত ২৪ ঘণ্টায় করোনায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে যশোরে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়ালো ৪৫৩ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১৯১ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৪৫ জনে। যশোরে শনাক্তের হার ৬ দশমিক ৮১ শতাংশ।

আজ শনিবার (২৮ আগস্ট) সকালে যশোর সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পারসন ডা. রেহনেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

যশোরে আজ করোনা শনাক্তের হার ১০ দশমিক ১৯ শতাংশ

তিনি বলেন, যশোরে গত ২৪ ঘণ্টায় ১৯১ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ছয়জন, ঝিকরগাছা দুইজন, চৌগাছায় একজন, মনিরামপুর একজন ও অভয়নগরে রয়েছেন তিনজন।