যশোরে কার্যালয় অবরুদ্ধ, সমাবেশ করতে পারেনি বিএনপি

0
129

নিজস্ব প্রতিবেদক : যশোরে বিএনপি কার্যালয় অবরুদ্ধ করে রাখায় কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ করতে পারেনি জেলা বিএনপি। গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় শহরের লালদিঘী পাড়স্থ দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করার কথা ছিলো। কিন্তু সকাল থেকেই কার্যালয়সহ কার্যালয়ে প্রবেশের সব পথ বন্ধ করে অবস্থান নেয় পুলিশ। ফলে কার্যালয় ও এর আশপাশে জড়ো হতে পারেনি কোন নেতাকর্মী।
এদিকে বিকেল সাড়ে ৪টায় অবরুদ্ধ কার্যালয়ে আসেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এসময় তিনি সাংবাদিকদের জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে এবং নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ‘পুলিশি হামলা ও গুলি করে একজনকে হত্যা’র প্রতিবাদে দেশের অন্যান্য স্থানের মতো যশোরেও বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছিলো। কিন্তু সকাল থেকে তাদের কার্যালয়ে প্রবেশের সকল পথ বন্ধ করে দেয় পুলিশ। এমনকি সমাবেশ আয়োজনের জন্য আনা চেয়ার ভ্যানসহ নিয়ে যায় পুলিশ।
তিনি অভিযোগ করেন, রাত থেকে জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের ছয়জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।