যশোরে কোতয়ালি মডেল থানার সামনে ২লাখ টাকা চুরির অভিযোগে মামলা

0
351

বিশেষ প্রতিনিধি : প্রকাশ্যে যশোর কোতয়ালি মডেল থানার সামনে মসজিদের কাছ থেকে কৌশলে একটি চক্র সুনীল রায় নামে এক বৃদ্ধের ব্যাগ হতে নগদ ২লাখ টাকা চুরি করার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ চুরিকৃত টাকা উদ্ধার কিংবা জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।
যশোর শহরের খড়কী ধোপাপাড়া রায়বাড়ীর মৃত বিশে^শ^র রায়ের ছেলে সুনীল রায় ২২ জানুয়ারী বুধবার দুপুর ১২ টার পর যশোর শহরের গরীব শাহ সড়কের সোনালী ব্যাংক হতে নগদ ২লাখ ৬৯ হাজার উত্তোলন করে। তিনি উক্ত টাকা ডাচ বাংলা ব্যাংকে রাখার উদ্দেশ্যে আসে। শহরের গাড়ী খানা সড়কস্থ ডাক বাংলা ব্যাংকের বুথে জমা দিতে ঢুকলে সেখান থেকে ১টি ফরম নিয়ে পুরন করে জমা দিলে উক্ত বুথের কর্মকর্তা জানান, ৫টি ফরম পুরন করতে হবে। পরে তিনি সেখান থেকে ডাক বাংলা ব্যাংকের আরএন রোডের শাখার উদ্দেশ্যে পায়ে হেটে আসেন। বেলা ১ টায় তিনি কোতয়ালি মডেল থানার সামনে আসলে সেখানে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করার এক পর্যায় হঠাৎ একজন লোক তাকে জোরে ধাক্কা মারে। সেখানে তর্ক তর্কির এক পর্যায় উক্ত অজ্ঞাতনামা ব্যক্তি গালিগালাজ করে চলে যায়। সেখান থেকে সুনীল রায় ডাচ বাংলা ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে গিয়ে দেখেন তার ব্যাগের মধ্যে থাকা ২লাখ টাকা নাই। তিনি ব্যাগ তল্লাশী করে দেখেন ব্যাগের সাইটে কাটা। কোতয়ালি মডেল থানার সামনে ধাক্কা মারার সময় উক্ত চক্রে মোটর ৩জনের সম্পৃক্তা তিনি অনুভব করেন। পরে তিনি তাদেরকে খোঁজ খবর নিয়েও না পেয়ে কোতয়ালি মডেল থানায় রাতে এজাহার দায়ের করেন।