যশোরে কোন গডফাদার থাকবে না: পুলিশ সুপার

0
166

নিজস্ব প্রতিবেদক : যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেছেন, জেলায় কোন সন্ত্রাস, মাদক, অস্ত্রের গডফাদার থাকবে না। এই সব অপরাধীদের সাথে যশোর পুলিশের কোন সখ্যতা নেই। পুলিশ জনগণের জানমাল রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইনের শাসন জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ওপেন হাউস ডে’র প্রয়োজনীয়তা অপরিসীম।
বুধবার যশোরের বাঘারপাড়া থানা আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ । তারা মাদক, সন্ত্রাস ও সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি তুলে ধরেন। তাদের বক্তব্য মনযোগ সহকারে শোনেন পুলিশ সুপার।
বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, বাঘারপাড়া উপজেলার নির্বাহী অফিসার আনম আবুজর গিফারী, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, সাবেক অতিরিক্ত সচিব ও বাঘারপাড়া উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী, বাঘারপাড়া পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চু, বাঘারপারা উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রউফ সরদার, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা রানী বিশ্বাস।
স্বাগত বক্তব্য রাখেন খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার।