যশোরে গত ১০ মাসে  ১৫৮জন মাদক বিক্রেতা গ্রেফতার ॥ ২৫০টি মামলা রুজু

0
388

এম আর রকি : জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে দু’টি সার্কেলের সদস্যরা চলতি বছরের গত ১০ মাসে ১৫৮ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এসময় ১০৮জন পালিয়ে গেছে। ১০ মাসে অভিযান চালিয়ে ২৫০টি মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে নিয়মিত মামলা রুজু করা হয়েছে ২২৯টি ও মোবাইল কোর্ট মামলা হয়েছে ১৯টি। অভিযানে উদ্ধার হয়েছে ১ কেজি ৫শ’ ১১ গ্রামে হেরোইন,৯ হাজার ৩৯১ বোতল ফেনসিডিল,৫ হাজার ৭৫০ পিস ইয়াবা,১৮৯ বোতল বিলাতী মদ,১৭ কেজি ৭শ’ ৯৫ গ্রাম গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় সূত্রে জানাগেছে,চলতি বছরের জানুয়ারী মাসে ক ও খ সার্কেলের সদস্যরা অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করে। এসময় ২৬টি মামলা রুজু করা হয়েছে। এ সময় ৭ জন পালিয়ে গেলেও ৩২৩ বোতল ফেনসিডিল,৩৫পিস ইয়াবা,৫০ বোতল বিলাতী মদ,৬৩৫ গ্রাম গাঁজা,১.৫ লিটার চোলাই মদ,ফেব্রুয়ারী মাসে ২৪টি মামলা রুজু করা হয়। গ্রেপতার করা হয় ১২জন এ সময় ১৪জন পালিয়ে গেলেও ১০৯ বোতল ফেনসিডিল,৯০ বোতল বিলাতী মদ,ইয়াবা ট্যাবলেট ৫৮১পিস, ২৮০গ্রাম গাঁজা,১টি গাঁজা গাছ,২১০ লিটার তাঁড়ী,২০ লিটার চোলাই মদ,মার্চ মাসে ২৬টি মামলা রুজু করা হলেও ১৬জনকে গ্রেফতার করা হয়। ১৫ জন আসামী পালিয়ে গেলেও ১ গ্রাম হেরোইন,২১ বোতল ফেনসিডিল,২৪৪০ পিস ইয়াবা,৪৯ বোতল বিলাতী মদ,২কেজি ৩শ’ গ্রাম গাঁজা,৯টি গাঁজার গাছ,৫৫ লিটার তাঁড়ী,২টি পিস্তল,৩টি ম্যাগজিন, ১০ রাউন্ড গুলি,১টি মোবাইল,নগদ ৫২৬০ টাকা,১৫ আনা স্বর্ণ,২ভরি রুপা,১টি পাসপোর্ট ১টি ট্রাক,এপ্রিল মাসে ২৭টি মামলা রুজু করে গ্রেফতার করে ১৪জনকে। ১২ জন পালিয়ে গেলেও ৫৯৫৭ বোতল ফেনসিডিল,৫৬৮ পিস ইয়াবা,১৮৪ লিটার আরএস,১কেজি ৯শ’ গ্রাম গাঁজা, ২.১৫০ কেজি মাদকদ্রব্য, ১টি ট্রাক, ১টি প্রাইভেটকার,১টি মোটর সাইকেল,১টি মোবাইল, মে মাসে ২৪টি মামলা রুজু করলেও গ্রেফতার করে ১৬জন। ৯ জন পালিয়ে গেলেও ৫ গ্রাম হেরোইন,৫ বোতল ফেনসিডিল,৫৮পিস ইয়াবা, ১ কেজি ৬৬৫ গ্রাম গাঁজা, ১০ বোতল ভারতীয় বাংলা মদ, ৭ লিটার চোলাই মদ,১০ লিটার তাঁড়ী,জুন মাসে ২৪টি মামলা রুজু করলেও ১২ জন গ্রেফতার করে। এ সময় ১২ জন আসামী পালিয়ে গেলেও ৪ বোতল ফেনসিডিল,৫শ’ মিলিলিটার ফেনসিডিল,৫৬০ পিস ইয়াবা,৪৫০ গ্রাম গাঁজা,১৩৫ লিটার ডিএস,২লিটার আরএস,জুলাই মাসে ২৫টি মামলা রুজু করলেও গ্রেফতার করে ১৭জন। এসময় ৮জন পালিয়ে গেলেও ৮ বোতল ফেনসিডিল,২৮১পিস ইয়াবা,১কেজি ৪৭০ গ্রাম গাঁজা, ৫ বোতল বিলাতী মদ,৪০ লিটার চোলাই মদ, ২৮ লিটার তাঁড়ী, নগদ ২হাজার টাকা,আগষ্ট মাসে ২৬টি মামলা রুজু করলেও ১৯ জন গ্রেফতার। এসময় ১১ জন পালিয়ে গেলেও ১ কেজি ৫শ’ গ্রাম হেরোইন, ৬৩৯ বোতল ও ১.৫ লিটার লুজ ফেনসিডিল,ইয়াবা ৪৮২ পিস, ৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ৫ বোতল বিলাতী মদ, ১৬ লিটার ডিএস, ১লিটার আরএস, নগদ ২০ হাজার টাকা,১টি এয়ার গান, সেপ্টেম্বর মাসে ২৪টি মামলা রুজু করলেও ১৭জনকে গ্রেফতার করে। এসময় ১০ পালিয়ে গেলেও ৫ গ্রাম হেরোইন, ৩৪২ বোতল ফেনসিডিল,৩৯৪ পিস ইয়াবা,১কেজি ৩২৫ গ্রাম গাঁজা,২০লিটার চোলাইমদ,১২ লিটার আরএস,১টি মোটর সাইকেল,২টি বাইসাইকেল,১টি মোবাইল ও গত মাস অক্টোবরে অভিযান চালিয়ে ২৪ টি মামলা রুজু করে। এ সময় ১৬জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করে। পালিয়ে যায় ১০জন আসামী। এ মাসে ৩৪২ বোতল ও ১লিটার লুজ ফেনসিডিল,৩২৫ পিস ইয়াবা,৩২০ গ্রাম গাঁজা,৪০ লিটার ডিএস ও ২লিটার তাঁড়ী উদ্ধার করে। মাদক উদ্ধারের ঘটনায় যশোরের ৯ থানায় মামলা গুলি করা হয়। বাকী আসামীদের মোবাইল কোর্টের মাধ্যমে জেল জরিমানা দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here