যশোরে গভীর রাতে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাত ডাকাত গ্রেফতার

0
435

বিশেষ প্রতিনিধি : ডাকাতি প্রস্তুতিকালে পুলিশ গভীর রাতে চাঁচড়া চেকপোষ্ট মোড়স্থ এলাকা থেকে ৭ দূর্বৃত্তকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে,যশোর শহরের শংকরপুর মুরগীর ফার্মগেট ইসমাইল হোসেন খোকনের ছেলে আলামিন,শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মৃত হোসেন আলী শেখের ছেলে মো: হানিফ ইসলাম মাসুম,ঘোপ সেন্ট্রাল রোড এলাকার গোলাম মোস্তফার ছেলে সোহাগ,শংকরপুর মুরগীর ফার্ম গেটের কামরুল ইসলাম ওরফে কালাবাবুর ছেলে রবিউল ইসলাম ওরফে রনি,চাঁচড়া রায়পাড়ার মৃত ফকর উদ্দিনের ছেলে আলাউদ্দিন ওরফে টুটু,চাঁচড়া রায়পাড়া হাজ্বী মুকুলের বাড়ির পাশে জিয়াদ আলীর ছেলে মো: জীবন ও ষষ্টিতলার দিপকের ছেলে নান্টু। এ সময় ২টি হাসুয়া,১টি চাইনিজ কুড়াল,১টি বার্মিজ চাকু,১টি ছোরা,২টি লোহার রড,২টি বাঁশের লাঠি উদ্ধার করেছে। এ সময় গ্রেফতারকৃত ও পলাতক ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩/৪জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
কোতয়ালি থানার এসআই মোল্যা মিরাজ মোসাদ্দেক জানান, বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পান চাঁচড়া চেকপোষ্ট মোড়স্থ চাঁচড়া রায়পাড়াস্থ শুভ্র মৎস্য হ্যাচারীর পশ্চিম পাশে একদল ডাকাত ডাকাতি প্রস্তুতি নিচ্ছে। উক্ত খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। ডাকাতেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ডাকাতদের মধ্যে থেকে উল্লেখিত ৭ ডাকাত সদস্যকের দেশেীয় অস্ত্রসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে পলাতক সদস্য শংকরপুর মুরগীর ফার্ম বস্তির টনু মিয়ার ছেলে জাহিদ ওরফে পোক জাহিদ, ষষ্টিতলার নাইট গার্ড ফরিদের ছেলে নিশান, ঝন্টুর ছেলে রানা,খালেকের ছেলে মনিরুল ও গাড়ীখানা রোডের তুয়া মিয়ার ছেলে পাপ্পাসহ অজ্ঞাতনামা আরো ৩/৪জন পালিয়ে যায়। ধৃত ডাকাতি ও পলাতক আসামীদের দখল হতে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে। এ ব্যাপারে ডাকাতি প্রস্তুতি আইনে মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here