যশোরে গভীর রাতে সন্ত্রাসীর দেখানো মতে দেশী তৈরী ওয়ান স্যুটারগান

0
277

বিশেষ প্রতিনিধি : একটি লোহার তৈরী ওয়ান স্যুটারগানসহ রেজাউল ওরফে শফিকুল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর দাউদগাছী এর বাড়ির পাশে বর্তমান যশোরে শার্শা উপজেলার নাভারণ ইসলামপুর মোল্যা ধানের মিল মালিক এর বাড়ির ভাড়াটিয়া বরকত উল্লাহ গাজীর ছেলে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাত অর্থাৎ শুক্রবার ২৮ ফেব্রুয়ারী রাত সাড়ে ৩ টা হতে ৪ টার মধ্যে গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে।
কোতয়ালি মডেল থানা পুলিশ জানায়,বৃহস্পতিবার রেজাউল ওরফে শফিকুল কেশবপুর থানা পুলিশের হাতে গ্রেফতার হয়। গ্রেফতার হওয়ার পর তাকে কোতয়ালি মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করার পর সে পুলিশকে জানায় তার সহযোগীরা যশোর মণিরামপুর সড়কের রামনগর ইউনিয়নের বাজুয়াডাঙ্গা বাতানবাড়ী আঞ্চলিক মহাশ্মশানের কাছে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে তাকে নিয়ে ওই রাতে সেখানে গেলে তার সহযোগী কাউকে না পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় তার একটি অস্ত্র উক্ত মহা শ্মশানের ভিতর শেওড়া গাছের গোড়াই রয়েছে। তাকে ওই রাতে সেখানে গেলে একটি দেশীয় তৈরী ওয়ান স্যুটারগান পাওয়া যায়। পরে তাকে নিয়ে কোতয়ালি মডেল থানায় এসে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। শুক্রবার তাকে অস্ত্র মামলায় আদালতে সোপর্দ করে।